অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের রাজ্যসভায় কাশ্মীর প্রসঙ্গে নিয়ে আলোচনা


ভারতের সংসদের বাদল অধিবেশনের শুরুতেই কাশ্মীর প্রসঙ্গ নিয়ে উত্তাপ ছড়াল রাজ্যসভায়। কাশ্মীরের চলতি অশান্তিররাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন বিরোধী দলগুলি। বিরোধীরা কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকারও দাবি জানান। বিতর্কের জবাব দিতে গিয়েদেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্য পাকিস্তানের উস্কানিকেই দায়ী করেছেন। রাজনাথ সিং বলেন পাকিস্তানদায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছে।তিনি আরও বলেছেন, কাশ্মীরীরা এদেশেরই মানুষ। তাঁদের ভুলপথে চালিত করা হচ্ছে। রাজনাথ সিং বলেছেন, নিজেদের মুসলিমদের ত্রাতা দাবি করা পাকিস্তানের উচিত নয়। তিনি দেশের সংখ্যালঘুদেরআশ্বস্ত করেতাঁদের কাছেসরকারের প্রতি আস্থা রাখা ও ভুলপথে চালিত না হওয়ার আর্জি জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, কাশ্মীরে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে চূড়ান্ত সংযম বজায় রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আরো বলেছেন, কাশ্মীর সম্পর্কে সমস্ত রাজনৈতিক দলেরই মতামত গ্রহণ করবেকেন্দ্রীয়সরকার।
এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG