অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় কাশ্মীরে, প্রথম মহিলা, প্রধান প্রশাসক হিসেবে শপথ নিয়েছেন


New Indian Kashmir Chief Administrator Mehbooba Mufti (C) takes the oath of office during a ceremony in Jammu, India, April 4, 2016.
New Indian Kashmir Chief Administrator Mehbooba Mufti (C) takes the oath of office during a ceremony in Jammu, India, April 4, 2016.

ভারত পন্থী একটি দলের নেতা, উত্তরাঞ্চলের জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রথম মহিলা প্রধান প্রশাসক হিসেবে শপথ নেন।

মেহবুবা মুফতি সোমবার শপথ নেন। তিন মাস আগে তার বাবা মুফতি মোহাম্মদ সাইদ মারা যান। তিনি ছিলেন পিপলস ডেমোক্রাটিক পার্টি (PDP)র নেতা এবং ওই রাজ্যের প্রধান প্রশাসক।

মুফতি সাইদ মারা যাওযার পর প্রধান প্রশাসকের পদ শুন্য ছিল কারণ মুফতি, মুসলমান সমর্থিত PDP ও হিন্দু জাতীয়তাবাদী BJP দলের মধ্যে কোয়ালিশন বজায় রাখতে ইতস্তত করছিলেন।

গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর মুফতি রাজী হন।

XS
SM
MD
LG