অ্যাকসেসিবিলিটি লিংক

অশান্ত কাশ্মীরে কার্ফু অব্যাহত


অশান্ত কাশ্মীরে কার্ফু আজো অব্যাহত। গত শুক্রবার বিশেষ নামাজ উপলক্ষে শ্রীনগরের ৫টি থানা এলাকা এবং শহর সংলগ্ন বাতামালু এবং মইসুমা এলাকায় কার্ফু জারি করা হয়েছিল। পরিস্থিতি অনুকূলে থাকায় শনিবার বাতামালু এবং মইসুমা এলাকা থেকে কার্ফু তুলে নেওয়া হয়। ছাড় দেওয়া হয় শ্রীনগরের ২টি থানা এলাকাকেও। তবে নওহাট্টা, খনিয়ার এবং এম আর গুঞ্জ থানা এলাকায় শনিবারও কার্ফু জারি রয়েছে। একইসঙ্গে নতুন করে হান্দওয়ারা শহরে কার্ফু জারি করা হয়। টানা ৭৫ দিন ধরে কাশ্মীরে কার্ফু জারি রয়েছে। তাই অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে কাশ্মীর সমস্যা মেটানোর দাবি জানাল কংগ্রেস।

এআইসিসি মুখপাত্র অজয় কুমার বলেন, ‘সংবিধানের মধ্যে থেকেই যাতে উপত্যকার অচলাবস্থা কাটানো যায়, সে চেষ্টা করতে হবে সরকারকে। তবে কাশ্মীর সংক্রান্ত আলোচনায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করার কোনও মানে নেই। ’তবে দুই দেশের মধ্যে চলতি শীতল সম্পর্কের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। বলেছেন, ‘২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দ্বিপাক্ষিক সম্পর্ক কখনই এমন জায়গায় পৌঁছায়নি। কিন্তু ক্ষমতায় আসার জন্য মোদির মন্তব্যই আজ এই পরিস্থিতি তৈরি করেছে। একইসঙ্গে দায়ী ভুল সরকারের বিদেশনীতি নীতি বলেও জানিয়েছেন তিনি।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG