অ্যাকসেসিবিলিটি লিংক

নিউ অর্লিন্স ‘অদম্যের’ এক প্রতীক: ওবামা


ঘূর্ণীঝড় কাট্রিনার পঞ্চম বার্ষিকী উপলক্ষে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ লুইজিয়ানার নিউ অর্লিন্সে যান। শক্তিশালী ঘূর্ণীঝড় কাট্রিনায় ওই শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয় এবং ওই অঞ্চল বিদ্ধস্ত হয়।

২০০৫ সালের ২৯ অগাস্ট কাট্রিনা আঘাত হানে। ঝড়ে এবং বন্যায় ১৮০০ বেশি মানুষ প্রান হারায় এবং ১০ লক্ষের বেশি বাসিন্দা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

প্রেসিডেন্ট ওবামা জেভিয়ার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন। ক্যাথলিক ওই বিশ্ববিদ্যালয় ঝড়ে প্রচন্ড ভাবে প্লাবিত হয়। প্রেসিডেন্ট তার ভাষণে বলেন নিউ অর্লিন্স শহর গড়ে তোলার ক্ষেত্রে অবিশ্বাস্য রকম অগ্রগতি হয়েছে। তিনি বলেন ওই শহরটি অদম্যের এক প্রতীক।

কাট্রিনার আঘাতে সবচাইতে ক্ষতি হয় লুইজিয়ানা ও মিসিসিপি রাজ্যের।

XS
SM
MD
LG