অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রকে বস্টন বিস্ফোরণ তদন্তে সহযোগিতার আশ্বাস কাজাখাস্তানের আশ্বাস


কাজাখাস্তান বলছে যে দু জন কাজাখ নাগরিক যাদেরকে বস্টন বিস্ফোরণের কদন্তে বাদা দেয়ার জন্যে যুক্তরাষ্ট্র আটক করেছে তাদের ব্যাপারে কাজাখ সরকার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করবে। কাজাখ পররাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে যে কাজাখাস্তান যে কোন ধরণের সন্ত্রাসবাদ সমর্থন করে না।

বুধবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ দু জন কাজাখ নাগরিক এবং একজন আমেরিকানকে এই অভিযোগে গ্রেপ্তার করে যে তার বস্টন বিস্ফোরণের বিচার কাজের তদন্তে বাধা দিচ্ছিল।

Dias Kadyrbayev এবং Azamat Tazhayakov নামের এই দুই কাজাখ তরুণ জামিন পায়নি এবং অন্তত ১৪ই মে আদালতে আবার ও হাজির হওয়া পর্যন্ত তাদের কারাগারেই থাকতে হবে। তৃতীয় সন্তেহভাজন ব্যক্তি আমেরিকান নাগরিক ও আসন্ন শুনানী পর্যন্ত আটক থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
XS
SM
MD
LG