অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়ার লামু শহরে সন্ত্রাসী ঘটনার দায়ে শহরের গভর্ণরকে গ্রেফতার করা হয়েছে


গত মাসে কেনিয়ার উপকুলবর্তী লামু শহরে উপর্যুপরি সন্ত্রাসী ঘটনা ঘটানোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঐ শহরের গভর্ণরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় অন্তত ৬০ জন মারা যায়।

আইন শৃংখলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে খুন ও সন্ত্রাসের অভিযোগে বুধবার ইসা টিমামীকে জেলে নেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন মোম্বাসা রেপাবলিকান কাউন্সিল (এমআরসি)’র সাথে যোগাযোগ থাকার সন্দেহে আরো ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ মাসের শুরুর দিকে হামলাকারীরা এমপেকেতনি শহরে অমুসলিমদের ওপর হামলা করে। এল সাবাব ইসলামপন্থী জঙ্গী সংগঠন ওই হামলায় দায় স্বীকার করে। গভর্ণর টিমামী বিরোধীদল ইউনাইটেড ডেমোক্রেটিক ফোরামের নেতা। তার দলের পক্ষ থেকে বলা হয়েছে তাকে রাজনৈতিকভাবে হয়রাণী করার জন্যই গ্রেফতার করা হয়েছে।

XS
SM
MD
LG