অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়ার সুপ্রীম কোর্টে প্রেসিডেন্ট নির্বাচনের রায়




কেনিয়ার সুপ্রীম কোর্ট মার্চ মাসের চার তারিখে অনুষ্টিত প্রেসিডেন্ট নির্বাচনকে বৈধ বলে ঘোষনা করেছে এবং উহুরু কিনিয়াটাকে দেশের নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করেছে।

শনিবার কেনিয়ার হাইকোর্ট ভোট গনানায় অনিয়ম হয়েছিল বলে যে অভিযোগ তা খতিয়ে দেখার পরে একই রায় দেয়।

পুলিশ সম্ভাব্য সহিংসতা এড়াবার জন্য আদালত চত্বর ঘীরে নিরাপত্তা বেষ্টনী তৈরী করেছে।

কেনিয়ার নির্বাচন কমিশন বলছে, উহুরু কিনিয়াটা ৫০ শতাংশের সামান্য কিছু বেশি ভোটে জয়লাভ করেছেন। তবে রাইলা ওডিংগা যিনি দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি অভিযোগ করেন যে কিছু কেন্দ্রে ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছে।

ওদিকে সুশীল সমাজ বলছে, ভোট গনানা সম্পূর্ণ ভাবে শেষ করার আগেই নির্বাচন কমিশন মিঃ কিনিয়াটাকে বিজয়ী ঘোষণা করেছে।
XS
SM
MD
LG