অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পারমানবিক কর্মসূচীতে সৌদী আরবকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ জন কেরীর


যুক্তরাস্ট্রের পররাস্ট্রমন্ত্রী জন কেরী বৃহস্পতিবার সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইরানের পারমানবিক কর্মসূচী বিষয়ে তাদেরকে উদ্বিগ্ন না হওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির ইরানের প্রচেষ্টার দিকে কড়া নজর রেখেছে যুক্তরাষ্ট্র।

৩১শে মার্চের মধ্যে পারমানবিক কর্মসূচী বিষয়ে ইরাণের সাথে একটি চুক্তির কাঠামো ঠিক করার নিয়ে সুইজারল্যান্ডে তিন দিন ধরে ইরানী পররাস্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠকের পর বুধবার রিয়াদ পৌঁছান জন কেরী।

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাস্ট্রের ঘনিষ্ঠ বন্ধু, বিশেষ করে সুন্নি রাষ্ট্র সৌদি আরবের উদ্বেগ রয়েছে যে কোনো চুক্তি ইরাণকে পারমানবিক বোমা তৈরী থামাবে না। তারা আরো উদ্বিগ্ন যে এই চুক্তির কারনে তেহরানের ওপর আন্তর্জাতিক চাপ কমে যাবে আর তাতে ইরান আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ করার বেশী সুযোগ পাবে।

XS
SM
MD
LG