অ্যাকসেসিবিলিটি লিংক

জন কেরী মিয়ানমার সফর সময় আরও সংস্কারের আহ্বান জানান


U.S. Secretary of State John Kerry receives a gift from Myanmar Commander-in-Chief Min Aung Hliang, following a bilateral meeting at the Commander-in-Chief's Compound in Naypyitaw, Myanmar, May 22, 2016.
U.S. Secretary of State John Kerry receives a gift from Myanmar Commander-in-Chief Min Aung Hliang, following a bilateral meeting at the Commander-in-Chief's Compound in Naypyitaw, Myanmar, May 22, 2016.

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী মিয়ানমারে গণতন্ত্রের প্রবর্তনের প্রশংসা করেন। কিন্তু তিনি নতুন বেসামরিক সরকারের প্রতি প্রধান সংস্কারগুলো বাস্তবায়নের লক্ষ্যে তাদের কাজ অব্যাহত রাখার আহ্বান জানান। ওই সব সংস্কার মানবাধিকার ও উন্নয়নে সাহায্য করবে।

কেরী রবিবার রাজধানী নাপিতাওয়ে, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও কার্যত সে দেশের নেতা অং সান সুচীর সঙ্গে সাক্ষাৎ করেন ও তাঁর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন সেখানে যে গণতান্ত্রিক প্রবর্তন ঘটছে তার প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন রয়েছে।

মিয়ানমারে সামরিক শাসনের সময় ওয়াশিংটন যে বিভিন্ন আর্থনীতিক ও বানিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল সে দেশের বিরুদ্ধে, তা তুলে নেওয়ার কয়েক দিনের মধ্যেই কেরী সেখানে সফরে গেলেন। তবে বেশ কয়েকজন ব্যক্তি ও গ্রুপের বিরুদ্ধে এখনও নিষেধাজ্ঞা বলবৎ আছে।

XS
SM
MD
LG