অ্যাকসেসিবিলিটি লিংক

কেরি –মালিকি বৈঠক: সিরিয়ায় ইরানি ফ্লাইট বন্ধের দাবি



যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাগদাদে ইরাকী নেতাদের সঙ্গে দেখা করে , তাদেরকে ইরাকী আকাশ সীমার উপর দিয়ে সিরীয় সরকারের জন্যে ইরান থেকে অস্ত্র পরিবহন বন্ধ করার জন্যে বলছেন। কেরি সংবাদদাতাদের বলেন যে আজ রোববার ইরাকী প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে এ বিষয়ে বেশ উদ্দীপ্ত আলাপ হয়েছে। তিনি বলেন তিনি প্রধানমনন্ত্রীকে খুব পরিস্কার করেই বলেছেন যে ইরাকের উপর দিয়ে ইরানের উড়ান সমস্যা সৃষ্টি করছে কারণ এর কারণে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার সরকার টিকে আছে। তবে কেরি সংবাদদাতাদের এটা বলেননি যে ঐ সব বিমান উড়ান বন্ধ করা কিংবা অন্তত তল্লাশি করার ব্যাপারে মি মালিকির জবাব কি ছিল।

ওয়াশিংটন তেহরানকে এই বলে অভিযুক্ত করছে যে তারা প্রেসিডেস্ট বাশার আল আসাদকে প্রায় প্রত্যেক দিনই অস্ত্র শস্ত্র এবং যোদ্ধা সরবরাহ কররছে। ইরান বলছে যে তারা সিরিয়ায় শুধুমাত্র মানবিক সাহায্য পাঠায়। ইরাক দুটি ইরানী বিমান তল্লাশি করে দেখেছে এবং বলছে যে তাতে অবৈধ কিছু পাওয়া যায়নি। প্রতিবেশি সিরিয়ার গৃহযুদ্ধে মি মালিকি নিরপেক।ষ থাকার চেষ্টা করেছেন।



[ Bangla / News/ Anis / 24 March 2013]
XS
SM
MD
LG