অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেইটকে মোকাবিলায় বিশ্বজনীন জোট তৈরির আহবান জানিয়েছেন কেরি


Kerry
Kerry

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইসলামিক স্টেইট জঙ্গী দলকে মোকাবিলার জন্যে একটি ব্যাপৃত বিশ্বজনীন জোট তৈরির আহবান জানিয়েছেন।

শনিবার, দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রবন্ধে, মিঃ কেরি বলেছেন, এই সন্ত্রাসী দল একটি ক্রমবর্ধমান হুমকি। শুধু ইরাক বা সিরিয়া নয়, যেকোন দেশেই তারা ঢুকে পড়তে পারে এমনকি যুক্তরাষ্ট্রেও।

তিনি বলছেন, ইসলামিক স্টেইটের জঙ্গীরা বর্বরোচিত এবং নির্মম আচরণ করছে। তাদেরকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ব্যাপৃত বিশ্বজনীন জোট তৈরির মধ্য দিয়ে মোকাবিলা করা যেতে পারে।

প্রেসিডেণ্ট বারাক ওবামা বলেছেন, তাঁর আপাতত ইসলামিক স্টেইটেকে সরাসরি মোকাবিলার কোন পরিকল্পনা নেই। অবশ্য মিঃ কেরি খবরের কাগজে প্রকাশিত ঐ প্রবন্ধে বলেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাধারণ অধিবেশনে তারা একটি কর্মপরিকল্পনা পেশ করবেন।

মিঃ কেরি তাঁর প্রবন্ধের শেষে বলেছেন, শুধুমাত্র দায়িত্ববান রাষ্ট্র এবং তাঁদের জনগণ একত্রিত হয়েই উগ্রবাদীদের পরাজিত করতে পারে।

XS
SM
MD
LG