অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন সুদানকে ১৩ কোটি ৮০ লাখ ডলার সাহায্য দেবে যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাঁর তিন দিনের সফরের শুরুতে কিনিয়ার নাইরোবিতে দেশটির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী এবং উগান্ডা, সুদান, সোমালিয়া ও দক্ষিন সুদানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে, তাঁর সফরের প্রধান এজেন্ডা দক্ষিন সুদান নিয়ে আলোচনা করেন।

জন কেরি, দক্ষিন সুদানকে নতুন সাহায্য হিসাবে ১৩ কোটি ৮০ লাখ ডলার দেবার ঘোষনা দেন। যা প্রয়োজনীয় খাবার, পানি ও চিকিৎসার জন্য ব্যবহার করা হবে।

এর আগে, পররাষ্ট্র দফতরের এক উর্ধতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন যে, “দক্ষিণ সুদানের জনগন দীর্ঘ দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। সেখানে অব্যাহত অস্থিতিশীলতার ফলে প্রায় ১০ লক্ষ মানুষ এখন শরনার্থী এবং এমন এক মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে যা আন্তর্জাতিক সমাজের পক্ষেও মোকাবেলা করা কঠিন।”

XS
SM
MD
LG