অ্যাকসেসিবিলিটি লিংক

জেনিভায় অনুষ্ঠিত সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীদয়ের বৈঠক



যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী বলেন, তিনি এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেয়ী লাভরভ সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচী অবসানের লক্ষ্যে পরপর কয়েকটি বৈঠক করেছেন। ঐ দু’নেতা জেনিভায় জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমীর সংগে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এড়ানোর জন্য সিরিয়ার রাসায়নিক অস্ত্র কি ভবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের কাছে হস্তান্তর করা হবে সে বিষয়ে “রাশিয়ার দেওয়া পরিকল্পনাটি” নিয়ে তারা আলোচনা করেন।


তিনি বলেন, আমরা দু’জনেই এই বিষয়ে আরো প্রস্তুতি নিতে রাজি। ২৮ তারিখের দিকে নিউ ইয়োর্কে জাতি সংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় যদি সম্ভব হয় তাহ’ল একটি নির্ধারিত তারিখ ঠিক করে বৈঠক করব।

কেরী পরে জাতিসংঘ মহা সচিব বান কি মুনের সংগে আলোচনা করেন।

ওদিকে হিউম্যান রাইস ওয়াচ বলছে, এই বছরের গোড়ার দিকে সিরিয়ার সরকারের সংগে সংশ্লিষ্ট বাহিনী দু’টি বন্দর শহর আল বেইদা এবং বানিয়াসে অন্তত ২৪৮ জনকে হত্যা করেছে। এদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। বিদ্রোহীদের সংগে লড়াই-এর পর তারা এই গণহত্যা চালায়।
XS
SM
MD
LG