অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী আজ শনিবার মধ্যপ্রাচ্যে যাচ্ছেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী সিরিয়ার ব্যাপারে অগ্রগতির জন্যে চাপ দিতে এবং ইস্রাইল-ফিলিস্তিনী বিরোধের ক্ষেত্রে নিস্পত্তি হাসিলের চেষ্টা চালাতে আজ শনিবার মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ।
সিরিয়ার টানা দু’ বছর ধরে যে গৃহযুদ্ধ চলে আসছে তা খতম করতে কি করা যেতে পারে সেসব উদ্যোগ নিয়ে তিনি ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী রেজেপ তাইয়িপ এরদোয়ানসহ তুরস্কের সরকারি কর্তাব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলবেন ।
পররাষ্ট্র দফতর থেকে বলা হচ্ছে – তিনি ইস্রাইল ও ফিলিস্তিনীদের মধ্যে পারস্পরিক আস্থাবোধ গড়তেও চাপ দেবেন এবং ২ হজার ১০ সালে গাযা ভুখন্ডে ত্রান সামগ্রি পৌঁছিয়ে দিতে যাচ্ছিলো তুরস্ক থেকে যে নৌবহরটি ইস্রাইল তার গতিরোধ করায় সম্পর্কের যে অবনতি ঘটেছিলো সে সম্পর্ক আবার শোধরাতেও চেষ্টা চালাবেন তিনি । ঐ অবরোধের ঘটনায় আট তুর্কি নাগরিক এবং এ্যামেরিকার একজন প্রাণ হারান ।
XS
SM
MD
LG