অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্রাইল-ফিলিস্তিনী শান্তি সংলাপে নতুন করে গতি সঞ্চালনের উদ্যোগে জন কেরী- উইলিয়াম হেইগ


যুক্তরাষ্ট্র ও বৃটেনের শীর্ষ দু’ই কূটনীতিক থমকে থাকা ইস্রাইল-ফিলিস্তিনী শান্তি সংলাপে আবার নতুন করে গতি সঞ্চালনের লক্ষে মিলে জুলে উদ্যোগ নিয়েছেন – জেরূযালেম ও রামাল্লার মধ্যে ক্ষণে ক্ষণে ঝটিতে সফর করেছেন তাঁরা – দেখা করেছেন , কথা বলেছেন দু’তরফের নেতৃবৃন্দের সঙ্গে ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ও বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেইগ বৃহস্পতিবার পৃথকভাবে কথা বলেছেন ইস্রাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহূর সঙ্গে – বলেছেন , নিস্পত্তি আলোচনা আবার নতুন উদ্যমে শুরু করানোর ব্যাপারে আশাবাদি তাঁরা ।
পরে রামাল্লায় ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও কথা বলেন জন কেরী ।
জন কেরী বলেন দীর্ঘদিন থমকে থাকা সংলাপ নিয়ে যে সংশয় রয়েছে , নৈরাশ যাই ব্যক্ত হতে শোনা যায় , সে ব্যাপারে ওয়াকিবহাল তিনি ।
নেতানিয়াহু কেরীকে বলেছেন – ইস্রাইল শান্তি সংলাপ শুরু করতে চায় এবং ফিলিস্তিনিরাও তাই চাইবেন , এ প্রত্যাশা তাঁর – এবং ইচ্ছে থাকলে উপায় একটা হবেই , বলেন তিনি ।
XS
SM
MD
LG