অ্যাকসেসিবিলিটি লিংক

অঘোষিত সফরে আফগানিস্তানে কেরি


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আফগানিস্তানে অঘোষিত সফর করেছেন। তিনি নিরাপত্তা ও আফগানিস্তানে আগামি বছরের নির্বাচন বিষয়ে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনার জন্যে সোমবার কাবুলে পৌছান। যুক্তরাস্ট্রের সামরিক বাহিনীর হাতে আফগান বন্দীদের , আফগানিস্তানের কাছে হস্তান্তরণের জন্যে সমঝোতার পর মার্কিন ঐ শীর্ষ কুটনীতিক আফগানিস্তান সফরে গেলেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলছেন যে তাঁরা এ ব্যাপারে আস্থাশীল যে বিপজ্জনক বন্দীদের নিরাপদে এবং মানবিক ভাবে রাখা হবে।

সোমবার দিনে আরও আগের দিকে যুক্তরাষ্ট্রের বাগরাম সামরিক ঘাটির কাছে , পারওয়ান আটক কেন্দ্রের সম্পুর্ণ নিয়ন্ত্রণ ভার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করে আফগানিস্তান সরকার।
XS
SM
MD
LG