অ্যাকসেসিবিলিটি লিংক

ঋণ সংকট প্র্রশমনে য়ুরো অঞ্চলে ব্যয় বরাদ্দ ব্যবস্থায় কড়াকড়ির আহ্বান


য়ুরোপের শীর্ষ স্থানীয় নেতারা মহাদেশটির লাগাম ছাড়া ঋণ সংকটের প্র্রশমন প্রয়াসে য়ুরো মূদ্রা ব্যবহারকারি ১৭ দেশের ব্যয় বরাদ্দ কেন্দ্রীয় ব্যবস্থায় বেশ কড়াকড়িভাবে নিয়ন্ত্রিত করবার আহ্বান জানাচ্ছেন ।

চার কর্মকর্তা মঙ্গলবার এ পরিকল্পনা উপস্থাপন করেন । এঁরা হলেন – য়ুরোপিয় পরিষদের প্রেসিডেণ্ট হার্ম্যান ভ্যান রমপুই , য়ুরোপিয় কমিশনের প্রেসিডেণ্ট হোযে মানুয়েল বররোসো , য়ুরোগ্রুপের প্রেসিডেণ্ট যন ক্ল ইয়ুঙ্কার এবং য়ুরোপিয় কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রেসিডেণ্ট মারিয়ো দ্রাঘি । এঁরা য়ুরো অঞ্চল অন্তর্গত দেশসমুহের সরকারদের প্রত্যেকটির দক্ষতা অস্থিতিশীল আর্থনীতিক নীতি-আদর্শকে দোষমুক্ত করার জন্যে অপরিহার্য্য বলে উল্লেখ করেন ।

সাত পৃষ্ঠার ঐ পরিকল্পনায় যৌথভাবে জারি করা য়ুরো ঋনপত্র বিক্রির বিষয়টিসহ মহাদেশব্যাপী আর্থিক সংহতি পানে আরো নিবিড়ভাবে এগুনোর প্রশ্নে তাবড় আর্থনীতিক শক্তি জার্মানীকে টানার ওপর জোর দেওয়া হয় । জার্মানী কিন্তু য়ুরোবন্ড ঋনপত্র বিক্রির ব্যাপারটা সমর্থন করেনা । জার্মানীর আশংকা এতে করে ঋনপ্রাপ্তির ব্যয় বাড়বে , ঋন সংকট কবলিত দেশগুলোর সামনে আর্থনীতিক সমস্যা নিরসনের প্রণোদনা হ্রাস পাবে ।

XS
SM
MD
LG