অ্যাকসেসিবিলিটি লিংক

খোদরকফস্কি বললেন, তিনিই রাশিয়ার শেষ রাজনৈতিক বন্দী নন


রাশিয়ার সাবেক ধনকুবের মিখাইল খোদরকফস্কি বলছেন, সেদেশে অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন, তাঁকে ক্ষমা করে দিলে, তাকে মুক্তি দেয়া হয়। তিনি ১০ বছর কারাবন্দী ছিলেন।
রোববার জার্মানীর বার্লিনে এক সংবাদ সম্মেলনে, মিঃ খোদরকফস্কি বলেন, তাঁর মুক্তি দেখে মনে করার কোন কারণ নেই যে রাশিয়ায় আর কোন রাজনৈতিক বন্দী নেই।
রাশিয়ার সাবেক সবচেয়ে ধনবান ব্যক্তি বলেন, তিনি রাজনীতিতে যাবেন না বা চেষ্টা করবেন না, তাঁর পুরোনো তেল কম্পানীর সম্পদ পুনরুদ্ধারের।
রাশিয়ার পত্রিকা নিউ টাইমসে প্রকাশিত এক সাক্ষাতকারে, তিনি বলেছেন, কোন শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয়া হয়নি এবং তিনি কোন অপরাধ স্বীকার করেননি।
২০০৩ সালে জালিয়াতি ও কর ফাঁকির দায়ে তাঁকে গ্রেফতার করা হয়।
XS
SM
MD
LG