অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার ধনকুবের রাশিয়া ত্যাগ করেছেন


রাশিয়ার জ্বালানি ধনকুবের মিখাইল খোদোরকভস্কি জেল থেকে মুক্তি পাওয়ার পর জার্মানির উদ্দেশে রাশিয়া ত্যাগ করেছেন। শুক্রবার তিনি বার্লিনে পৌঁছেছেন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ক্ষমা মঞ্জুরে সই করার কয়েক ঘন্টার মধ্যেই তিনি দেশ ত্যাগ করেন। করফাঁকি দেওয়া এবং জালিয়াতির অভিযোগে দশ বছরের বেশী তিনি কারাভোগ করেন।

রাশিয়ার কেন্দ্রীয় কারা বিভাগ শুক্রবার জানিয়েছে যে আগের জ্বালানী কোম্পানি ইউকোসের প্রধান দেশের বাইরে যাওয়ার অনুমতি চান কারন তাঁর মা জার্মানিতে চিকিতসাধীন রয়েছেন।

মিঃ পুটিন শুক্রবার তার ওয়েব সাইটে বলেছেন যে মানবিক কারনেই তিনি খোদোরকভস্কিকে ক্ষমা করেছেন ।

বৃহস্পতিবার দীর্ঘ এক সংবাদ সম্মেলনে প্রসিডেন্ট পুতিন খোদোরকভস্কিকে কি কারনে মুক্তি দেওয়া হচ্ছে তা উল্লেখ করন। তিনি বলেন মায়ের অসুস্থতার জন্য প্রথমবারের মত খোদোরকভস্কি তার ক্ষমা প্রার্থনা করেন।


রাশিয়ার এই বিশিষ্ট ধনকুবের ক্রেমলিনের একজন কট্টোর সমালোচক ছিলেন।

XS
SM
MD
LG