অ্যাকসেসিবিলিটি লিংক

কিম জং উনের সৎভাইয়ের খুনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে আরেক নারী গ্রেফতার


উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাইয়ের খুনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে দ্বিতীয় এক নারীকে গ্রেফতার করা হয়েছে মালয়েশিয়ায়।

কর্তৃপক্ষ ওই নারীর পরিচয় প্রকাশ করেছে। ২৫ বছর বয়সী সিতি আয়শাহ নামের ওই নারীর পাসপোর্ট ইন্দোনেশিয়ান বলে জানা গেছে। বিমান বন্দরের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে তাকে সন্দেহ করা হয়েছিল।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আগের দিন অপর এক নারীকে একই সন্দেহে গ্রেফতার করা হয়। তার নাম ডোয়ান থি হুয়ং। তার কাছে ছিল ভিয়েতনামী কাগজপত্র।

দক্ষিন কোরিয়া নিশ্চিত করেছে নিহত কিম জং ন্যাম উত্তর কোরিয়ার নেতার বড় সৎভাই। দেশের প্রধান হিসাবে তার একবার নাম আসলেও পরে তা হয়নি।

XS
SM
MD
LG