অ্যাকসেসিবিলিটি লিংক

শিলিগুড়ি পুরোসভা নির্বাচনে সিপিএম’র সাফল্যের পর, আসন্ন বিধাননগর পুরোসভা সিপিএম দলের অবস্থান


please wait
Embed

No media source currently available

0:00 0:00:59 0:00

অতীতে যে কোনও জাতীয় সঙ্কটের পরিস্থিতিতে সিপিএম দলের সাধারণ সম্পাদক হরকিষেণ সিং সুরজিতের স্লোগান থাকত, ওয়ক্ত কি আওয়াজ হ্যায় মিলকে চলো। অর্থাত, সময়ের দাবি, জোট বেঁধে এগোতে হবে। রবিবার কলকাতায় সেই একই ডাক দিয়ে দলের বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরী বললেন, একা নয়, অন্য দলের সঙ্গে বোঝাপড়া করেই এগোতে হবে। কিছুদিন আগে শিলিগুড়ি পুরসভার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে ক্ষমতায় এসেছে সিপিএম। আগামী পুরসভা নির্বাচনেও দলের মেয়র পদপ্রার্থী অসীম দাশগুপ্ত একই ধরণের বোঝাপড়ার গুরুত্ব ব্যাখ্যা করে বলেছেন, তাহলে অন্তত অতীতের মত ভোট লুঠ করতে পারবে না তৃণমূল কংগ্রেস। বিরোধী দলগুলি যার যার ভোট পেতে পারবে। দেশে আগামী নির্বাচনগুলিতে পশ্চিমবঙ্গে সিপিএম জোট চায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কেন্দ্রীয় ভাবে বিজেপি-র বিরুদ্ধে।

XS
SM
MD
LG