অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমানবিক হামলার হুমকি দিচ্ছে।


উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিনিবৃত্তকরণ পারমানবিক হামলার হুমকি দিচ্ছে। ওদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিযংইয়ং এর সাম্প্রতিক পারমানবিক পরীক্ষার জবাবে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে বৃহস্পতিবার বলা হয়, “যুক্তরাষ্ট্র যুদ্ধ বাধানোর উপক্রম করছ, আমরা চূড়ান্তভাবে আমাদের স্বার্থ রক্ষায় আগ্রাসী শক্তির সদরদপ্তরগুলোতে আগ বাড়িয়ে পরমাণু হামলা চালানোর অধিকার চর্চা করব।”

উত্তর কোরিয়া সম্প্রতি তাদের পারমানবিক এবং ক্ষেপনাস্ত্র কার্যক্রমে অগ্রগতি সাধন করেছে। কিন্তু মনে করা হয় পারমানবিক বোমা সহ দুর পাল্লার রকেট নিক্ষেপ করার ক্ষমতা তাদের নেই। কোরিয় উপদ্বীপে যখন উত্তেজনা বিরাজ করে তখন তারা প্রায়ই এ ধরনের বিবৃতি দিয়ে থাকে।
XS
SM
MD
LG