অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান পারমানবিক কর্মসূচী নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ দূশ্চিন্তার সুরাহা করতে ব্যর্থ হয়েছে


ইরান তার পারমানবিক কর্মসূচী নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে উদ্বেগ দূশ্চিন্তা তার সুরাহা করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র আশংকা ব্যক্ত করেছে – বলছে ,তেহরান , ধোকাবাজি , উপেক্ষা এবং বিলম্বিত করার প্রয়াসে ব্যাপৃত রয়েছে । আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা IAEA –তে যুক্তরাষ্ট্রের মূখ্য দূত জৌসেফ ম্যাকমানাস বুধবার ভিয়েনার এক বৈঠকে বলেছেন – দায়বদ্ধতা পূরনের কাজ না করে ইরান আরো প্ররোচনামূলক তত্পরতায় ব্যাপৃত হয়েছে । বলেন – ইরানের পারমানবিক অস্ত্র অর্জনের অভিলাশ গ্রহনযোগ্য নয় -স্বাভাবিক নয় ।
ইরান পারমানবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে – বলে , তার পারমনিক কর্মসূচী পুরোপুরিই শান্তিপূর্ণ কাজের জন্যে ।
XS
SM
MD
LG