অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন কোরিয়া বলছে - উত্তর কোরিয়া অস্ত্র বিরতি ভঙ্গ করলে তার শক্ত জবাব দেওয়া হবে ।


দক্ষিন কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্র্রণালয় প্রত্যয় ব্যক্ত করে বলছে – উত্তর কোরিয়া যদি ষাইট বছর পুরোনো অস্ত্র বিরতি চুক্তি ভঙ্গ করেই তো , তার জবাব দেওয়া হবে শক্তভাবে – পোক্ত করে ।
বুধবার সৌলে জেনারেল কিম ইয়ং হায়ূন বলেন – উত্তর কোরিয়া সামরিক শক্তি প্রয়োগ করলে আগ্রাসনের সূত্র লক্ষ করে – নির্দেশ জারির নিশানা তাক করে আঘাত হানতে প্রস্তুত রয়েছে সৌল ।
মঙ্গলবার উত্তর কোরিয়ার তরফের পদস্থ এক সামরিক কর্তাব্যক্তি বলেন – ১৯ শ’ ৫৩ সালে সম্পাদিত যে অস্ত্র বিরতি , কোরিয়া যুদ্ধের অবসান ঘটিয়েছিলো , পিংয়ংইয়াং আসছে সপ্তাহে তা অমান্য করতেও পারে । এ প্রসঙ্গে তিনি কারণ হিসেবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিধিনিষেধ ও সৌল আর ওয়াশিংটনের মধ্যেকার চলমান সামরিক মহড়ার কথা উল্লেখ করেন ।
XS
SM
MD
LG