অ্যাকসেসিবিলিটি লিংক

চুক্তির মাধ্যমে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমিত


দুই কোরিয়ার সীমান্তে একিট ল্যান্ড মাইন বিস্ফোরণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট উত্তজনা প্রশমনে একটি চুক্তি হয়েছে।

চুক্তির ফলে উত্তর কোরিয়া যে সেনা মহড়া প্রস্তুত করছিল তা কমিয়ে এনেছে। মঙ্গলবার করা ওই চুক্তির পর উত্তর কোরিয়া ঘোষিত যুদ্ধ প্রস্তুতি শিথিল করেছে তারা। সৌলের পক্ষ থেকেও প্রতিরক্ষা ব্যাবস্থা শিথিল করা হয়েছে।

চুক্তির শর্ত অনুসারে উত্তর কোরিয়া ল্যান্ড মাইন বিস্ফরণে দু:খ প্রকাশ করেছে যাতে দুইজন দক্ষিন কোরিয়ান সেনা সদস্য আহত হয়। বিনিময়ে দক্ষিন কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রোপাগান্ডা বন্ধ করেছে।

দুই পক্ষ থেকেই বলা হয়েছে স্নায়ু-যুদ্ধকালিন সময়ে আলাদা হওয়া পরিবারসমূহের পুনর্মিলনী শুরু হবে সেপ্টেম্বর থেকে। দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নেও আলোচনা শুরু হবে শীঘ্রই এমন কথাও বলা হয়েছ উভয়ের তরফে।

XS
SM
MD
LG