অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া সাবমেরিন ভিত্তিক বেলিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে


উত্তর কোরিয়া যে সাবমেরিন নির্ভর বেলিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, তা নিয়ে দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করেছে। বলেছে, এটি গুরুত্বপূর্ণ বিষয় এবং দুশ্চিন্তার জন্ম দিচ্ছে। তারা পিয়ং-ইয়ং-এর কাছে আর্জি জানিয়েছে যাতে, এই ধরনের প্রকল্প বন্ধ করা হয়।

শনিবার উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে, তাদের সাবমেরিন-নির্ভর বেলিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। কিন্তু তারা পরীক্ষার সময়, তারিখ, স্থান বা কি ধরনের পাল্লার ক্ষেপণাস্ত্র ছিল সে সম্পর্কে কিছু বলেনি।

শনিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র কিম-মিন-সুক সাংবাদিকদের বলেছেন, এই ধরনের প্রযুক্তি ব্যবহারের জন্যে ৪ থেকে ৫ বছর সময় দরকার।

অবশ্য, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তা সোমবার বলেছেন, ২-৩বছরের মধ্যেই উত্তর কোরিয়ার সম্পূর্ণ ব্যবহার উপযোগী সাবমেরিন ও বেলিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব।

XS
SM
MD
LG