অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার শিল্প এলাকা থেকে কর্মীদের দেশে ফিরিয়ে আনছে




দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছে, উত্তর কোরিয়ায় বন্ধ হয়ে যাওয়া শিল্প এলাকা থেকে কর্মীরা বাড়ী ফিরতে শুরু করেছে।

শনিবার মাল পত্র বোঝাই গাড়ীবহর, বাস এবং ট্রাক দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে। দক্ষিণ কোরিয়ার পূণঃএকত্রীকরণ মন্ত্রী বলেন কায়সং শিল্প এলাকা থেকে শনিবার ১৭৫ জন কর্মীর ১২৭ জন দক্ষিণ কোরিয়ায় ফিরেছে এবং আগমি কয়েক দিনে বাদবাকী কর্মীদের ফিরিয়ে আনা হবে।

কায়েসং শিল্প এলাকা পুনরায় চালু করা নিয়ে দক্ষিণ কোরিয়ার সরাসরি আলোচনা প্রস্তাব উত্তর কোরিয়া প্রত্যাখ্যান করার কয়েক ঘন্টা পর শুক্রবার সেখান থেকে অবশিষ্ট সব কর্মী প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোল বৃহস্পতিবার পিয়ংইয়ংকে আলোচনায় বসার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়ে সতর্ক করেছে যে পিয়ংইয়ং যদি এতে রাজি না হয় তাহ’লে তাদের বিরুদ্ধে 'কঠোর ব্যবস্থা' নেয়া হবে।
XS
SM
MD
LG