অ্যাকসেসিবিলিটি লিংক

লিবীয় সীমান্তের কাছে মিশরীয় সামরিক ঘাঁটিতে সৈন্য ও ড্রোন মোতায়েনের খবরে রাশিয়ার অস্বীকৃতি


ক্রেমলিন কর্মকর্তারা এবং রাশিয়ার বিধায়করা প্রকাশিত এই খবরের সত্যতা অস্বীকার করছেন যে মস্কো সরকার লিবিয়ার সীমান্তের কাছে মিশরের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন এবং বিশেষ বাহিনী মোতায়েন করেছে।

এই অস্বীকৃতি আসলো এ ধরণের একাধিক খবর প্রকাশ হবার পর যে মিশর ও লিবিয়ার সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে উপকুলীয় শহর সিদি বারান্নিতে রাশিয়ার সামরিক কর্মকান্ড চিহ্নিত করা গেছে।

নাম প্রকাশ করা হয়নি যুক্তরাষ্ট্রের এমন কর্মকর্তাদের উদ্ধৃত করে ঐ সব খবরে বলা হয়েছে যে রাশিয়ার এই বর্ধিত সম্পৃক্ততা লিবিয়ার দলত্যাগী সামরিক কমান্ডার খালিফা হাফতারের প্রতি মস্কোর সমর্থনেরই বহিপ্রকাশ ।

হাফতার এবং তাঁর তথাকথিত লিবিয়ান ন্যাশনাল আর্মি , লিবিয়ার পুর্বাঞ্চলে সরকারের সঙ্গে জোট বেঁধেছে এবং তারা ত্রিপোলি থেকে আন্তর্জাতিক ভাবে সমর্থিত

যে জাতীয় ঐকমত্যের সরকার কাজ করছে , তাদের সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে।

রাশিয়ার Ria Novosti সংবাদ সংস্থা সে দেশের পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরফকে উদ্ধৃত করে বলছেন যে এই কথিত সৈন্য মোতায়েনের খবরটি তিনি দেখেছেন তবে বলেন তাদের কাছ থেকে তিনি এই খবরের কোন সুত্রের কথা জানেননি। ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকফ বলেন এ ধরনের কোন তথ্য তাঁদের কাছে নেই।

XS
SM
MD
LG