অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্য প্রাচ্যে ওসামা বিন লাদেনের মৃত্যু সংবাদকে সাধারণ ভাবে স্বাগত জানানো হয়েছে


মধ্য প্রাচ্যে ওসামা বিন লাদেনের মৃত্যু সংবাদকে সাধারণ ভাবে স্বাগত জানানো হয়েছে
মধ্য প্রাচ্যে ওসামা বিন লাদেনের মৃত্যু সংবাদকে সাধারণ ভাবে স্বাগত জানানো হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল বলেছেন যুক্তরাষ্ট্রের বাহিনী যে বিন লাদেনকে হত্যা করেছে , তাতে প্রমাণিত হয় যে সন্ত্রাসীরা শেষ পর্যন্ত ধরা পড়েই – জীবিত কিংবা মৃত অবস্থায়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতেনইয়াহু আল ক্বায়দা নেতার মৃত্যুকে ন্যায়বিচারের জন্যে বিশাল এক বিজয় বলে উল্লেখ করেন।

ইরাক যেখানে আল ক্বায়দার স্থানীয় গোষ্ঠির পতাকা তলে ঘৃণ্য কিছু সহিংসতা ঘটেছে, সেখানেও আশাবাদ লক্ষ্য করা যায় তবে ইরাকি নিরাপত্তা বাহিনী সম্ভাব্য পাল্টা আক্রমণের আশংকায় উচ্চতর সতর্ক অবস্থায় আছে ।

বিন লাদেনের জন্ম স্থান সৌদি আরব তাদের সরকারী সংবাদ সংস্থার মাধ্যমে বলেছে যে তারা আশা করে বিন লাদেনের মৃত্যু সন্ত্রাস বিরোধী প্রচেষ্টায় আরও অবদান রাখবে।

তবে ফিলিস্তিনের ইসলামি গোষ্ঠি হামাস এই হত্যার নিন্দে করে বিন লাদেনকে আরবদের জিহাদি যোদ্ধা বলে অভিহিত করেছে । বাহরাইন , কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীরা কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

বিন লাদেনের পৈতৃক আবাস ভূমি ইয়েমেনে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টারকে বলেছেন তিনি আশা করেন বিন লাদেনের মৃত্যু বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদকে উচ্ছেদ করবে।

XS
SM
MD
LG