অ্যাকসেসিবিলিটি লিংক

বোকো হারাম বিষয়ে আঞ্চলিক বৈঠকে মিলিত হচ্ছেন নেতারা


নাইজেরিয়ার প্রেসিডেণ্ট গুডলাক জনাথন এখন অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে প্যারিসে আছেন। কিভাবে বোকোহারামের মোকাবিলা করা যায় তা নিয়ে সেখানে তাঁরা আলোচনা করবেন। ইসলামী জঙ্গীবাদী দল বোকো হারাম, গত মাসে ৩শ স্কুল ছাত্রীকে অপহরণ করে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের আতিথেয়তায় এই বৈঠকে অংশ নেবেন, নাইজেরিয়ার প্রতিবেশী দেশ বেনিন, ক্যামেরুন, ও চাদের প্রেসিডেণ্ট। এছাড়া, উপস্থিত থাকবেন, ইউরোপীয় ইউনিয়ন, বৃটেন এবং অন্যান্য পশ্চিমা দেশের প্রতিনিধিরা।

বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, নাইজেরিয়াকে আরো সহযোগিতা দিতে তাঁর দেশ প্রস্তুত।

নেতারা এই বৈঠকের জন্যে মিলিত হবার মাত্র কয়েক ঘন্টা আগে, সন্দেহভাজন বোকো হারাম জঙ্গীরা ক্যামেরুনের সীমান্তবর্তী এক এলাকায় হামলা চালায়। তারা ওয়াযা শহরের একটি চীনা কর্মী ছাউনি আক্রমণ করে। ঘটনায় একজন মারা গেছে। তদন্তকারীরা বলছেন, ১০ জন চীনা কর্মী নিখোঁজ রয়েছেন। অনুমান করা হচ্ছে, তাঁদের অপহরণ করা হয়েছে।
XS
SM
MD
LG