অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US: অষ্টম পর্ব


ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । আজকের এই অনুষ্ঠানে বিশেষ্যের noun এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে । সেই সঙ্গে এর ব্যবহারে কিছু বিভ্রান্তির কথাও এখানে উল্লেখ করা হয়েছে।
আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk 2 Us ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : গত সপ্তায় আমরা Noun এর প্রকার ভেদ নিয়ে কথা বলছিলাম , বলছিলাম কাজের সুত্রে নাম , কিংবা পেশার নাম নিয়ে কথা। তখন এ নিয়ে কিছু confusion বা বিভ্রান্তির কথা ও বলেছিলাম । মনে আছে তো শতরূপা ?
শতরূপা :হ্যাঁ আপনি বলেছিলেন যে type writer এবং cooker ব্যক্তি নয় , যন্ত্র। কারণ শেষে er জুড়ে দিলেই তাতে ব্যক্তি বোঝায় না।
আনিস : তাহলে ব্যক্তি অর্থে এখানে শুদ্ধ Noun কোনটা হবে ?
শতরূপা : cook , যার মানে হচ্ছে যিনি রান্না করেন , আর typist যার অর্থ হলো যিনি টা্ইপ করেন। তবে আমার মনে আরেকটা প্রশ্ন আছে ?
আনিস : কি প্রশ্ন ?
শতরূপা : cook মানেতো যিনি রান্না করেন বা বাবুর্চি কিন্তু cook এর আরেকটা অর্থতো রান্না করা ও ?
আনিস : একদম ঠিক বলেছো, কিছু কিছু Noun আছে , যেগুলো verb হিসেবে ও ব্যবহার করা হয় যেমন , cook, আচ্ছা শতরূপা , এই cook কে Noun এবং verb হিসেবে ও ব্যবহার করে দুটো sentence তৈরি করোতো।
শতরূপা : My mother is a very good cook.
আনিস : এখানে cook কি ?
শতরূপা : এখানে cook কি হচ্ছে Noun? এর মানে টা হলো আমার মা খুব ভালো রাঁধুনি।
আনিস : একদম ঠিক বলেছো । এবার তা হলে শোনা যাক verb হিসেবে cook ‘এর ব্যবহার ?
শতরূপা : I love to cook mixed vegetables. যার মানে আমি নানান রকমের সবজি রাঁধতে ভালোবাসি।
আনিস : একদম ঠিক হয়েছে, তেমনি ভাবে nurse , pilot এই শব্দগুলো Noun এবং verb হিসেবে ও ব্যবহার করা যায়।
শতরূপা : হ্যাঁ nurse শব্দটিকে দিয়ে Noun ও verb হিসেবে বাক্য তৈরি করা সম্ভব কিন্তু pilot শব্দটি দিয়ে বাক্য তৈরি করা আমার কাছে বেশ কঠিন মনে হচ্ছে।
আনিস : তা হলে শোনো এই দুটি sentence :
My neighbor is a pilot.
He piloted the flight so smoothly that he got the award of the best pilot.
শতরূপা : তার মানে প্রথম sentence এ pilot হলো Noun, কিন্তু দ্বিতীয় sentence এ আপনি তো pilot শব্দটি দু বার ব্যবহার করেছেন।
আনিস : ঠিক বলেছো, এই দ্বিতীয় sentence এ প্রথমবার pilot শব্দটি verb হিসেবে ব্যবহার করা হয়েছে, স্পষ্টতই Past Tense এ আর দ্বিতীয় বার pilot শব্দটি’র ব্যবহার Noun হিসেবে ।
শতরূপা : এবার বিষয়টা পরিস্কার হলো।
আনিস : তা না হয় হলো , কিন্তু এবার একটু অনুশীলনের পালা। আমি একটা করে incomplete sentence বা অসমাপ্ত বাক্য বলবো , এবং তার পর চারটি word বলবো । এর মধ্য থেকে সঠিক word টি বেছে নিয়ে বাক্যটি complete করতে হবে। তা হলে শুরু করা যাক:
প্রথম বাক্যটি : When I am sick I see a …………………….
Lawyer; Carpenter, Doctor, Police Officer
শতরূপা : এটা খুবই সহজ , উত্তর হলো : When I am sick I see a doctor.
আনিস : The person who give traffic tickets is a ……. Singer/ lawyer/ firefighter / police officer?
শতরূপা : ( একটু ভেবে......... ) এটা ঠিক বুঝতে পারছি না । এটা কি lawyer হবে ?
আনিস : না এবার ঠিক উত্তর হয়নি শতরূপা । তুমিতো জানোই এই যুক্তরাষ্ট্রে এবং পৃথিবীর অনেক দেশেই গাড়ি চালানোর ব্যাপারে ট্র্যাফিক আইন লংঘন করলে , জরিমানা কিংবা শাস্তির নোটিশ সম্বলিত যে কাগজটি ধরিয়ে দেওয়া হয় সেটিকেই টিকেট বলা হয় ।
শতরূপা : ও হ্যাঁ এবার বুঝেছি। সঠিক উত্তরটি হবে Police officer, তাই না?
আনিস : ঠিক তাই। এবার আরেকটি বাক্য , The person who lives near my house is my …….firefighter/ neighbor/ military officer/ journalist ?
শতরূপা : এটার উত্তর হবে neighbor .
আনিস : একদম ঠিক উত্তর । পরেরটা শোনো : If I have a toothache I see a janitor, doctor, dentist , technician .
শতরূপা : এটা কি doctor হবে ?
আনিস : খুব ভালো প্রশ্ন করেছো । বৃহত্তর অর্থে হয়ত doctor বলা যায় , কারণ বাংলায় আমরা দাঁতরে ডাক্তার বলি । কিন্ত ইংরেজিতে সুনির্দিষ্ট ভাবে দাঁতের ডাক্তারকে আমরা বলি dentist.
শতরূপা: আরেকটা নতুন শব্দ শুনলাম janitor, এই শব্দটfকিন্তু খুব একটা পরিচিত শব্দ নয়
আনিস : ঠিকই বলেছো । janitor, শব্দটির মূল অর্থ হচ্ছে দারোয়ান বা পাহারাদার যার ব্রিটিশ ইংলিশ হচ্ছে caretaker তবে যিনি পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করেন তাঁকেও সাধারণত janitor বলা হয় । ব্রিটিশ ইংলিশে যাকে সাধারণত cleaner বলা হয়। এবার আজকের মতো ওঠার পালা Talk 2 Us ‘এর আগামি অনুষ্ঠানটি শুনবেন আগামি মঙ্গলবার , আর সেনাগাদ
শতরূপা : আমি শতরূপা বড়ুয়া
আনিস : আমি আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

please wait

No media source currently available

0:00 0:04:50 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG