অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US:৬ষ্ঠ পর্ব


Talk2US_03
Talk2US_03
ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । এই অনুষ্ঠানে বিশেষ্যের count এবং non-count noun এর বৈশিষ্টের প্রতি আলোকপাত করা হচ্ছে।
আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk 2 Us ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : আজ Talk2Us ‘এর ষষ্ঠ পর্ব । মনে আছে হয়ত গত সপ্তায় আমরা আরও কিছু non-count noun এর বহুবচন করার বিষয়টি আলোচনা করেছিলাম ।
শতরূপা : হ্যাঁ, মনে আছে । Ketchup ‘এর মতো non-count noun এর বহুবচন বা প্লুরাল করার বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম ।
আনিস : এবং আমরা বলেছিলাম যে এ ধরণের non-count noun বিশেষ বিশেষ ক্ষেত্রে plural হিসেবে ব্যবহার করা হয় । কোন কোন ক্ষেত্রে মনে আছে তো ?
শতরূপা : হ্যাঁ যখন এই non-count noun বিশেষ কোন আধার মানে পাত্র বা কিংবা বোতলের মধ্যে থাকছে তখন আমরা এর সঙ্গে প্লুরাল ব্যবহার করি ঐ পাত্র বা আধারের সংখ্যা বোঝাতে।
আনিস : তবে এখানে একটা কথা বলা বেশ জরুরি যে ঐ পাত্র বা আধারের বিষয়টি কিন্তু উহ্য থাকে।
শতরূপা : সেদিন কিন্তু আপনি আরেকটা কথাও বলেছিলেন । যে non-count noun এর প্রকার বা প্রকরণ বোঝাতেও plural ব্যবহার করা হয়।
আনিস : একদম ঠিক বলেছো শতরূপা । একটা উদাহরণ দাও তো
শতরূপা : যেমন বলা যেতে পারে, We found different shampoos on the shelf.
আনিস : তার মানে হচ্ছে এখানে কেবল শ্যাম্পুর বোতলের কথা বলা হচ্ছে না , সেটা হতেই পারে কিন্তু সেই সঙ্গে বিভিন্ন প্রকারের শ্যাম্পুর কথা ও বলা হচ্ছে ।
আনিস : আজকের আসরে প্রথমেই তাহলে non-count noun ‘এর বৈশিষ্টগুলোর দিকে লক্ষ্য করা যাক। আচ্ছা শতরূপা , তুমিই না হয় বলো , এই non-count noun কে বিভিন্ন categories এ ভাগ করে।
শতরূপা : প্রথমত হলো Furniture, Luggage, Equipment এ জাতীয় শব্দ, এ গুলোর আলাদা আলাদা ভাগ হলেও সব মিলিয়ে এই শব্দগুলো singular non-count হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয়ত information , knowledge , evidence, research , advice ইত্যাদি ; তুতীয় অর্থসংক্রান্ত কিছু শব্দ যেমন Money, Cash ইত্যাদি। চতুর্থত , পরিধান করার জিনিষপত্র যেমন clothing, jewelry, make-up ; পঞ্চমত শিক্ষা বিষয়ক কিংবা শিক্ষা-শাস্ত্র বিষয়ক শব্দ যেমন economics, physics এ রকম শব্দ।
আনিস : এখানে আরেকটা কথা বলা দরকার যে economics, physics এ রকম শব্দের শেষে S থাকলেও আসলে কিন্তু এগুলো plural নয়। শতরূপা আরও তো বেশ কিছু non-count রয়েছে যেগুলো plural হয় না।
শতরূপা :হ্যাঁ , যেমন bread, pasta, pudding rice ।
এবার একটু পরীক্ষা নেয়া যাক। count , non-count noun সম্পর্কে
শতরূপা : আমার পরীক্ষা ?
আনিস : হ্যাঁ , তোমার এবং যারা রেডিওতে , ওয়েব সাইটে এই প্রোগ্রামটি শুনছেন তাদেঁর ও । সুতরাং আমি একটি করে বাক্য দেবো। শ্রোতারা চেষ্টা করে দেখুন না কেন , সঠিক উত্তর দিতে পারছেন কি না ? শতরূপার কাছে আসবো উত্তর শোনার জন্য ... প্রথম বাক্যটি শোনা যাক
অ্যাক্ট ১/
আনিস : তা হলে এর সঠিক উত্তর কি হবে ?
শতরূপা : আমার মনে হচ্ছে pillows হলো count noun .
আনিস : মনে হচ্ছে বলো না, আসলেই pillows হলো count noun . একদম ঠিক বলেছো এবার পরের বাক্যটা শোনো
অ্যাক্ট /২
শতরূপা : Furniture হচ্ছে non-count noun
আনিস : এবার এই বাক্যটি শোনো :
অ্যাক্ট/৩
আনিস : এখন বলো এই বাক্যে wood কি count noun ? নাকি non-count noun?
শতরূপা : wood হচ্ছে non-count noun
আনিস : বাঃ । এ পর্যন্ত তোমার সব উত্তরই ঠিক হলো।পরের টা শোনো
অ্যাক্ট ৪
আনিস : এখন বলতো এখানে milk কি ধরণের noun ?
শতরূপা : milk হচ্ছে এখানে non-count noun
অ্যাক্ট ৫
শতরূপা : Sugar এখানে non-count noun, তবে three sugars বলতে এখানে three spoons of sugar বলা হয়েছে।
আনিস : একদম ঠিক ব্যাখ্যা দিয়েছো । আজ তা হলে । আগামি মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারী নাগাদ
শতরূপা: আমি শতরূপা বড়ুয়া
আনিস : আর আমি আনিস আহমেদ , আপনাদের ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান থেকে উঠছি।

please wait

No media source currently available

0:00 0:04:29 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG