অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US: ১১তম পর্ব


TALK2US_06
TALK2US_06


ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । আজকের এই অনুষ্ঠানে বিশেষ্যের বা noun এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে ।
আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk 2 Us ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : গত অনুষ্ঠান আমরা শেষ করেছিলাম gerund নিয়ে কিছু বাক্য তৈরির মধ্য দিয়ে । সে কথা তোমার নিশ্চয়ই মনে আছে । আজ gerund নিয়ে আরও কিছু কথা । এই বাক্যগুলো পড়তো শতরূপা :

শতরূপা : I enjoy dancing.
Would you mind closing the door?
Sam suggested going to the movies.

আনিস : এখানে তা হ’লে gerund কোনগুলো ?
শতরূপা : gerund হচ্ছে : Dancing. Closing, Going, কিন্তু এ ব্যাপারে আমার একটা প্রশ্ন ছিল?
আনিস : কি প্রশ্ন ?

শতরূপা : আমি যদি বলি, I enjoy to dance , তা হলে কি সেটা ভুল হবে ?
আনিস : হ্যাঁ সেটা ভুল হবে। লক্ষ্য করো এই ভুল বাক্যগুলো :
I enjoy to dance
Would you mind to close the door.
Sam suggested to go to the movies.

আনিস : এর কিন্তু একটা নিয়ম আছে ।
শতরূপা : কি নিয়ম ?
আনিস : enjoy, mind, suggest এ রকম verb এর পরে gerund ব্যবহার করা হয়। ইংরেজিতে এ রকম কিন্তু আরও বেশ কিছু verb রয়েছে যেগুলোর পরে এই gerund ব্যবহার করা হয়। আচ্ছা এখন আমি এ রকম কয়েকটি verb বলছি , তুমি এর সঙ্গে gerund ব্যবহার করে বাক্য তৈরি করো : Stop
শতরূপা : Suddenly everybody stopped talking .
আনিস : বাঃ একদম ঠিক উত্তর । এবার পরের শব্দ Finish
শতরূপা : Have you finished writing the letter ?
আনিস : এটা ও যুৎসই বাক্য । এবারের শব্দ Avoid
শতরূপা : He tried to avoid answering my question
আনিস : চমৎকার বাক্য। এটি শোনো Consider
শতরূপা : Have you ever considered going to live in another country.?
আনিস : একদম ঠিক হয়েছে বাক্যটি । আরেক রকমের sentence structure আছে verb এবং gerund এর মাঝখানে একটা Noun কিংবা pronoun বসানো যায় ।
শতরূপা : যেমন ?
আনিস : যেমন :
I can’t imagine George riding a motor bike.

শতরূপা : তাইতো । এখানে তো Noun, George বসেছে verb imagine এবং gerund riding ‘এর মাঝখানে।
আনিস : ঠিকই ধরেছো। Noun এর বদলে এখানে pronoun ও বসতে পারে। যেমন :
Sorry to keep you waiting.
শতরূপা : হ্যাঁ , এখানে দেখছি মাঝখানে you, pronoun বসানো হয়েছে।
আনিস : এই gerund এর উপর ভিত্তি করে একটা খুব সুপরিচিত ইংরেজি প্রবাদ শোনো :
Seeing is believing
শতরূপা : এর ঠিক মানেটা কি হবে ?
আনিস : বাংলায় একটু ভিন্ন ভাবে বলতে হবে , বাক্যটা হবে এ রকম , প্রত্যক্ষ না করা পর্যন্ত কোন কিছু বিশ্বাস করা ঠিক নয় ।
শতরূপা : এই .....ing যুক্ত শব্দের ব্যাপারে আমার একটা বড় confusion আছে ।
আনিস : কি রকম confusion ?
শতরূপা : বুঝতে পারছিনা ing যুক্ত কোন শব্দটি Noun হিসেবে ব্যবহার করা হয় , আর কোনটি verb হিসেবে ?
আনিস : হ্যাঁ এটা অত্যন্ত একটা প্রাসঙ্গিক প্রশ্ন। বিষয়টা আপাতদৃষ্টিতে একটু বিভ্রান্তিকর ing যুক্ত verb সাধারণত Continuous Tense হিসেবে ব্যবহার করা হয়। তবে যখনই তা Noun হিসেবে ব্যবহার করা হয় , তখন তাকেই gerund বলা হয়।
শতরূপা : যেমন ?
আনিস : এই দুটি উদাহরণ লক্ষ্য করো :
His leaving so abruptly was a mistake. এখানে লক্ষ্য করো leaving হচ্ছে gerund. আবার এই বাক্যটি খেয়াল করো
We are leaving tomorrow.
শতরূপা : বোঝাই যাচ্ছে এখানে leaving হচ্ছে verb, continuous tense ‘এ ।
আনিস : verb এর সঙ্গে ing যোগ করা হয় , আর এখানে এই ing কে বলা হয় participle. তবে এই প্রসঙ্গটি আমরা আলোচনা করবো ,সামনের কোন অনুষ্ঠানে । আগামি মঙ্গলবার ইংরেজি শেখার অনুষ্ঠানে আরো কিছু বিষয়ে আলোকপাত করবো সেই প্রতিশ্রুতি রেখে
শতরূপা : আমি শতরূপা বড়ুয়া
আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

please wait

No media source currently available

0:00 0:03:59 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG