অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US: নবম পর্ব


ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । আজকের এই অনুষ্ঠানে বিশেষ্যের বা noun এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে রয়েছ gerund নিয়ে ও আলোচনা
আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk 2 Us ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : গত সপ্তায় আমরা Noun এর প্রকার ভেদ নিয়ে কথা বলছিলাম , বলছিলাম কাজের সুত্রে নাম , কিংবা পেশার নাম নিয়ে কথা। আমরা দু একটি ক্ষেত্রে আমেরিকান ও ব্রিটিশ ইংলিশের মধ্যে শাব্দিক পার্থক্য নিয়েও কিছুটা আলোকপাত করেছিলাম ।
শতরূপা : হ্যাঁ , আপনি বলেছিলেন যে janitor, কে ব্রিটিশ ইংলিশে cleaner বলা হয় । কিন্তু এ নিয়ে আমার একটা confusion আছে।
আনিস : যেমন
শতরূপা : cleaner তো ব্যক্তি নয় কোন বস্তু ও হতে পারে , যা দিয়ে পরিস্কার করা হয়।
আনিস : তোমাকে ধন্যবাদ শতরূপা । এই বিষয়টি তুলে ধরার জন্যে। Cleaner এই Noun টি ব্যক্তি ও বস্তু উভয় অর্থেই ব্যবহার করা যায় । আমেরিকান ইংলিশে Cleaner শব্দটি বস্তু অর্থেই ব্যবহার করা হয়। দেখোতো শতরূপা McMillan Dictionary তে Cleaner শব্দটির সংজ্ঞা কি ?
শতরূপা : এই Dictionary তে Cleaner এর তিনটি মানে দেওয়া আছে । এরা লিখেছে:
প্রথমত , a chemical substance used for cleaning things
দ্বিতীয়ত,a piece of equipment used for cleaning things
আর তৃতীয়ত যেমনটি আপনি বলছিলেন , ব্রিটিশ ইংলিশে someone whose job is to clean the room in a building.
আনিস : তা হলে শতরূপা, তুমি নিজেই এখন বুঝতে পারছো যে Cleaner শব্দটির অনেকগুলো মানে আছে।
শতরূপা : হ্যাঁ ব্যাপারটা একদম পরিস্কার হলো।
আনিস : আমাদের এই স্বল্প পরিসরের অনুষ্ঠানে Noun নিয়ে, বিস্তারিত আলোচনার অবকাশ খুব কম। কিন্তু শতরূপা , তোমাকে এবং শ্রোতাদের ও বলছি , কিছু Noun আপনারা আগামি সপ্তার মধ্যে শিখে রাখবেন , আগামি অনুষ্ঠানেই আমরা এ ব্যাপারে একটা ছোট্ট পরীক্ষা নেবো।
শতরূপা : কি ধরণের Noun এর কথা বলছেন ?
আনিস : এই যেমন ধরো , শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম যেমন ankle, arm, heel, shoulders, stomach , elbow, cheeks , waist
শতরূপা : আরও কিছু শব্দতো আছে যেমন ears, eyes, fingers, foot , shoulders, nose , neck …
আনিস : এই রকম শব্দগুলো জেনে রাখা দরকার । যেমনটি বলছিলাম আমরা আগামি অনুষ্ঠানে এর উপর পরীক্ষা নেবো। আরো এক ধরণের শব্দ হলো কোন জায়গার নাম , সেটার ব্যাপারে ও প্রস্তুতি দরকার শ্রোতাদের ।
শতরূপা : সেটা কি রকম ?
আনিস : এই যেমন ধরো কিছু শব্দ Airport, Apartment, Beach , Bus Stop, Shops এরকম শব্দ।
শতরূপা : আবার যেমন Bank , Building , Garden, Gas Station , Park কিংবা Street
আনিস : এ রকম আরও অনেক শব্দ আছে। সেই রকম কিছু শব্দ শিখে রাখলে , এর উপর ও আমরা আগামি অনুষ্ঠানে পরীক্ষা নেবো, আলোচনা করবো।
শতরূপা : আরেক ধরণের word , যেটা দেখতে অনেকটা verb ‘এর মতো সেটা ও কি noun ?
আনিস : তুমি কি Walking , Eating , Singing এ ধরণের শব্দের কথা বলছো ?
শতরূপা : হ্যাঁ। সেই সব শব্দ।
আনিস : একটা মজার কথা কি জানো ? এই … ing যুক্ত শব্দগুলো সাধারণত verb ‘এর continuous tense হয়, সেগুলো Noun ও হতে পারে , ক্ষেত্র বিশেষে । Verb এর এই Noun হিসেবে ব্যবহার হওয়াকে ইংরেজি গ্রামারে gerund বলা হয়। এই gerund আবার একটি বাক্যে subject হিসেবে ব্যবহার করা যায় কিংবা আবার Object হিসেবেও ব্যবহার করা যায়।
শতরূপা : যেমন ?
আনিস : যেমন ধরো :
Walking is a good exercise
শতরূপা : এখানে তো Walking হচ্ছে subject.
আনিস : হ্যাঁ , কিন্তু এই Walking হচ্ছে ই আবার Object হিসেবে ব্যবহার করা যায় ।
শতরূপা : যেমন ?
আনিস : যেমন ধরো , We enjoy walking .
শতরূপা : এ দুটি ক্ষেত্রেই তো walking হলো Noun.
আনিস : একদম ঠিক বলেছো। Verb হিসেবে walking কি ভাবে ব্যবহার করা যায় ?
শতরূপা : এই যেমন : They were walking in the park.
আনিস : একদম ঠিক হয়েছে । এ বার এ জাতীয় কিছু word দিচ্ছি , সেগুলো Noun হিসেবে ব্যবহার করো তো শতরূপা : Eating
শতরূপা : Eating very rich food should be avoided.
আনিস : working ?
শতরূপা : Working in broadcasting is interesting.
আনিস : বাঃ , একদম ঠিক কথা বলেছো। আর এই broadcasting শব্দটির সুত্র ধরেই এই অনুষ্ঠান সম্প্রচার এখনকার মতো শেষ করছি
শতরূপা : আমি শতরূপা বড়ুয়া
আনিস : আর আমি আনিস আহমেদ,শুভকামনা সবার প্রতি ।

please wait

No media source currently available

0:00 0:04:16 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG