অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US: দশম পর্ব


ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । আজকের এই অনুষ্ঠানে বিশেষ্যের বা noun এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে ।
আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk 2 Us ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : শতরূপা , মনে আছে নিশ্চয়ই গত সপ্তায় আমরা বলেছিলাম যে কিছু শব্দ শিখে রাখতে এবং এ নিয়ে আমি কিছু প্রশ্ন করবো।
শতরূপা : হ্যাঁ, মনে আছে , সে কথা।
আনিস : আশা করি, শ্রোতাদের ও সে কথা মনে আছে নিশ্চয়ই। তা হলে শুরু করা যাক । প্রথমেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়ে কিছু প্রশ্ন । আমি একটা বাক্য বলবো এবং যে শব্দটি চাই সেখানে বলবো গ্যাপ , তুমি সেই গ্যাপ টি পুরণ করে বাক্যটি সম্পন্ন করবে।
শতরূপা : ঠিক আছে ...........
আনিস : The elbow is in the middle of the ….(gap)…………….
শতরূপা : একটা প্রশ্ন
আনিস : বলো
শতরূপা : এই elbow শব্দটির মানে ঠিক মনে পড়ছে না ।
আনিস : এর মানে হচ্ছে কনুই । এবার নিশ্চয়ই বলতে পারবে পুরো sentence টা
শতরূপা : The elbow is in the middle of the hand.
আনিস : একদম ঠিক বলেছো। এবার পরের বাক্যটি
The ………(gap) ……. is in the middle of the leg .
শতরূপা : The knee is in the middle of the leg .
আনিস : The ………. (gap) ……. is at the bottom of the face.
শতরূপা : এখানে আমি একটু confused. এটা কি Chin হবে নাকি Cheek.
আনিস : এটা হবে Chin কারণ Chin মানে হচ্ছে থুতনি।
শতরূপা : ও হ্যাঁ, তাইতো। Cheek মানেতো গাল।
আনিস : হ্যাঁ ঠিক হয়েছে । আশা করি শ্রোতারা ও এর পার্থক্য বুঝতে পেরেছেন। এবার অন্যরকম পরীক্ষা । আমি প্রত্যেকবার চারটি করে শব্দ বলবো, শতরূপা তোমাকে বলতে হবে কোন শব্দটি বাকি তিনটি শব্দ থেকে আলাদা।
শতরূপা : ঠিক আছে ।
আনিস । তা হলে শুরু করছি।
Airport Train Station Road Bus Stop
শতরূপা : আমার মনে হয় ঠিক উত্তরটি হবে Road
আনিস : কেন মনে হয় বলো তো ?
শতরূপা : কারণ বাকি যে তিনটি শব্দ Airport Train Station এবং Bus Stop এ গুলো হচ্ছে যানবাহন থামার সুনির্দিষ্ট জায়গা। কিন্তু Road তো আর সে রকম নয়। সেটা তো যানবাহন মানে গাড়ি চলার পথ।
আনিস : একদম ঠিক হয়েছে তোমার উত্তর । ব্যাখ্যাটি ও যথার্থ। এবার পরের শব্দগুচ্ছ:
Library Ocean Mountain River
শতরূপা : শব্দটি Library কারণ বাকি তিনটি শব্দ Ocean, Mountain , এবং River এ গুলো হচ্ছে প্রকৃতির অংশ বা প্রাকৃতিক সুষ্টি।
আনিস : একদম ঠিক বলেছো। এবার পরের শব্দগুচ্ছ :
Drugstore, Grocery Store, Florist, Sun
শতরূপা : এটা খুবই সহজ । শব্দটি হবে Sun কারণ বাকিগুলো হচ্ছে দোকানের নাম । তবে Drugstore, এই শব্দটির ব্যাপারে একটা ব্যাখ্যা বোধ হয় দরকার , নইলে কেউ কেউ মনে করতে পারেন , মাদক দ্রব্যের দোকান ।
আনিস : ঠিক বলেছো শতরূপা। আসলে Drugstore এর অর্থ হচ্ছে ওষুধের দোকান যাকে ফার্মেসি বলা হয় কারণ ইতিবাচক অর্থে ওষুধকে Drugs বলা হয় , যা কোন ক্রমেই মাদকদ্রব্যের পর্যায় পড়ে না। এবার আরেকটি শব্দগুচ্ছ লক্ষ্য করো : Moon , House, Hotel, Apartment .বলো কোন শব্দটি এ্ই শব্দগুচ্ছের অন্তর্গত নয় ?
শতরূপা : Moon ,
আনিস : কারণ বাকি তিনটি শব্দই আবাস স্থানের নাম , house, hotel কিংবা Apartment । শতরূপা আমরা, গত অনুষ্ঠানে gerund নিয়ে কথা বলেছিলাম । সে কথাতো নিশ্চয়ই মনে আছে।
শতরূপা :হ্যাঁ। সেদিনতো কয়েকটা বাক্য ও তৈরি করেছিলাম। ।
আনিস : আজ আরও কয়েকটি verb দিচ্ছি যেগুলোকে Noun এ পরিণত করে বাক্য তৈরি করতে হবে ।
শতরূপা : ঠিক আছে বলুন ....
আনিস : wait
শতরূপা : অপেক্ষা করতে বললেন কি ?
আনিস : না না , এই word টাই হচ্ছে wait
শতরূপা: ( মৃদু হেসে) এবার বুঝেছি ।
আনিস : তা হলে বলো বাক্যটা কি হবে ?
শতরূপা : We are very tired of waiting for her.
আনিস : বাঃ চমৎকার বাক্য । পরের word টা Study
শতরূপা : Studying at the University gave him a good back ground .
আনিস : অত্যন্ত যুৎসই বাক্য। তবে এখন আমাদের হাতে আর সময় নেই। আগামি মঙ্গলবার ইংরেজি শেখার অনুষ্ঠানে আরো কিছু বিষয়ে আলোকপাত করবো সেই প্রতিশ্রুতি রেখে
শতরূপা : আমি শতরূপা বড়ুয়া
আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

please wait

No media source currently available

0:00 0:04:29 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG