অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US: দ্বাদশ ১৪ তম পর্ব


Talk2US_03
Talk2US_03
ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । আজকের এই অনুষ্ঠানে বিশেষ্যের বা noun এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে ।


আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk 2 Us ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : গত সপ্তায় আমরা যেমন কতগুলো Noun নিয়ে আলোচনা করেছিলাম , আজ ও অন্য কয়েক ধরণের Noun নিয়ে আমরা আলোচনা করবো। vocabulary ব্যবহারের ক্ষমতা বাড়াতে হলে শব্দভান্ডার অবশ্যই বাড়াতে হবে।
শতরূপা : আজ তা হলে আমরা কি ধরণের শব্দের দিকে নজর দেবো।
আনিস : আজ আমরা সেই সব শব্দ শিখবো যে গুলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নির্ণয় করে। ঠিক আত্মীয় স্বজন নয় , বন্ধু কিংবা সহকর্মি কিংবা পরচিতি , এ রকম অর্থে। প্রথম শব্দটি লক্ষ্য করো
Acquaintance
শতরূপা : এ্টা সত্যিই একটা কঠিন শব্দ, Acquaintance
আনিস : বানানটা লক্ষ্য করো A-c-q-u-a-i-n-t-a-n-c-e
শতরূপা: আর মানেটা ?
আনিস : এই শব্দের মানেটা হচ্ছে, পরিচিত ব্যক্তি। এবার এটা নিয়ে একটা বাক্য বলোতো :

শতরূপা: An acquaintance of mine, works in my father’s office.
আনিস : চমৎকার বাক্য। পরের শব্দটি classmate
শতরূপা: After a long time , I met one of my class mates here, in the USA.
আনিস : বাঃ । এবারের শব্দ Colleague । এর মানে তো নিশ্চয়ই জানো ?
শতরূপা :হ্যাঁ । মানেটা হচ্ছে সহকর্মী ।
আনিস : তা হলে বাক্যটা বলো
শতরূপা : All my colleagues are very cooperative and helpful.
আনিস : খুবই প্রাসঙ্গিক বাক্য। এর পরের শব্দ, companion
শতরূপা : এর সঙ্গে company শব্দের কি কোন মিল আছে?
আনিস : খুব ভালো প্রশ্ন। company শব্দের ও দুটো অর্থ আছে। একটা খুব প্রচলিত মানে হয়ত জানোই ...
শতরূপা : হ্যাঁ। ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় সংগঠন। কোম্পানী শব্দটি ও প্রচলতি।
আনিস : একটা বাক্য তৈরি করোতো।
শতরূপা : His company earned a lot of profit.
আনিস : অত্যন্ত যুৎসই বাক্য। Company শব্দটির কিন্তু আরো একটি মানে আছে। যেখান থেকে companion শব্দটি এসছে।
শতরূপা : এর মানেটা কি ?
আনিস : সঙ্গ। আর companion শব্দটির মানে হচ্ছে সঙ্গী। এখন এই Company এবং companion শব্দ দুটি নিয়ে দুটি বাক্য তৈরি করো তো ।
শতরূপা : They are good companions , they go everywhere together.
আনিস : আর দ্বিতীয় বাক্যটি ?


শতরূপা : I like their Company.
আনিস : হ্যাঁ , দুটি বাক্যই ঠিক হয়েছে। তা হলে আমরা শিখলাম , Company শব্দের দুটি মানে এবং companion শব্দটিরও মানে।
শতরূপা : হ্যাঁ । এ জায়গাগুলোতে বেশ খানিকটা confusion হয় অনেকেরই।
আনিস : এবার আরেকটি শব্দ শোনো, coworker
শতরূপা : এটাও তো মনে হয় সহকর্মী
আনিস : হ্যাঁ, মনে হয় না । এটা একদম আক্ষরিক অর্থেই সহকর্মী । তা হলে বাক্যটা
শতরূপা: One of my coworkers fell ill last week .
আনিস : বাঃ । এটিও একটি প্রাসঙ্গিক বাক্য । এবার দুটি word দিচ্ছি , খুবই প্রচলিত Boyfriend এবং Girlfriend.
শতরূপা: এর অর্থতো সহজ ছেলেবন্ধু ও মেয়েবন্ধু।
আনিস : আক্ষরিক ভাবে মানেটা ঠিকই হয়েছে। তবে ...
শতরূপা : তবে ?
আনিস : তবে যে কোন ছেলে বন্ধু কিংবা মেয়ে বন্ধুকে Boyfriend এবং Girlfriend বলা হয় না। ঐ বন্ধুটির সঙ্গে যদি রোম্যান্টিক কোন সম্পর্ক থাকে , তা হলেই কেবল Boyfriend এবং Girlfriend শব্দ দুটি ব্যবহার করা হয়। এবার দুটি বাক্য তৈরি করো তো
শতরূপা : She went to watch a movie with her boyfriend.
He took her girlfriend to a football match.

আনিস : খুবই যুৎসই বাক্য।

শতরূপা : আচ্ছা , এ রকম আরেক জোড়া শব্দ নিয়ে আমার খুব Confusion হয়। এবার প্রায় একই রকম, আরেক জোড়া শব্দ হচ্ছে ।
আনিস: কোন শব্দগুলো বলোতো?
শতরূপা : শব্দ দুটি হচ্ছে fiancé এবং fiancée
আনিস : হ্যাঁ । অনেকেই মনে করেন যে শব্দটির মানে হচ্ছে প্রেমিক –প্রেমিকা।
শতরূপা : আমি ও তো তাই ভেবেছিলাম ।
আনিস : সেটা ও হতে পারে কিন্তু আসল অর্থটা হলো , বাগদত্ত , বা বাগদত্তা। সোজা কথায় পরস্পরকে বিয়ের জন্য যারা প্রতিশ্রুতিবদ্ধ কিংবা আনুষ্ঠানিক ভাবে engaged. এবার দুটি বাক্য তৈরি করোতো, এই শব্দগুলি দিয়ে ..
শতরূপা : Her fiancé gave her a diamond ring
She has been his fiancée for five years.
আনিস : বাঃ খুব যুৎসই বাক্য হয়েছে। লক্ষ করুন এই দুটি শব্দের বানান ভিন্ন কিন্তু উচ্চারণ অভিন্ন। এ দিকে আমাদের সময় ও শেষ। তবে এখানে জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানের ভিডিও সংস্করণ আপনারা দেখতে পাবেন , আমাদের ওয়েবসাইটেও।
শতরূপা: আর আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com
আনিস : আজকের মতো তা হলে উঠতে হচ্ছে Talk 2 Us ‘এর এই সঙ্কলন থেকে।
শতরূপা আমি শতরূপা বড়ুয়া
আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

please wait

No media source currently available

0:00 0:04:39 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG