অ্যাকসেসিবিলিটি লিংক

আধুনিক সিঙ্গাপোরের স্থপতি লি কুয়ান ইউর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ


সিঙ্গাপোরের হাজার হাজার শোকসন্তপ্ত নাগরিক প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনের বাইরে জড়ো হন। তারা ফুল দিয়ে দেশের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সোমবার ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

মিঃ লি ফেব্রুয়ারীর গোড়ার দিকে কঠিন নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তাঁকে লাইফ সাপোর্ট-এ রাখা হয়। সিঙ্গাপোরের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে তিনি শান্তিপূর্ণভাবেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঐ দ্বীপরাষ্ট্রটি শাসন করেন।

সিঙ্গাপোরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেছেন, “আমাদের প্রথম প্রতিষ্ঠাতা পিতা আজ আর আমাদের মাঝে নেই। তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন, সাহস দিয়েছেন, ঐক্যবদ্ধ করে রেখেছেন এবং আমাদের এখানে এনেছেন। তিনি আমাদের স্বাধীনতার জন্যে সংগ্রাম করেছেন, ও যখন কেউ ছিল না তখন এই দেশ তৈরি করেছেন, এবং আজ আমরা সিঙ্গাপোরের নাগরিক হিসেবে গর্ববোধ করি। এমন একজন মানুষ আমরা আর দেখব না। সিঙ্গাপোরের বহু নাগরিকের কাছে লি কুয়ান ইউ মানেই সিঙ্গাপোর”।

লি কুয়ান ইউ’র মৃত্যুতে সিঙ্গাপোরে ৭ দিনের জন্যে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

আধুনিক সিঙ্গাপোরের স্থপতি লি কুয়ান ইউর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশও...।। রিপোর্ট আমীর খসরুর।

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG