অ্যাকসেসিবিলিটি লিংক

সামরিক অভ্যুত্থান এড়াতে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে গেলেন লেসোথোর প্রধানমন্ত্রী


দক্ষিণ আফ্রিকী রাজ্য লেসথোর প্রধানমন্ত্রী সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা এড়াতে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শনিবার রাজধানী মাসেরুতে গোলাগুলি চলে। সেনাসদস্যরা রাস্তায় টহল দেয়, দখল নেয় সরকারী ভবনগুলোর। তাঁরা প্রধানমন্ত্রী টমাস ঠাবেইনের সরকারি বাসভবন ঘিরে ফেলে।

প্রধানমন্থী ঠাবেইন বলছেন, এই সামরিক কর্মকান্ড সামরিক অভ্যুত্থানের শামিল। তিনি বলেছেন, তাঁকে হত্যা করা হতে পারে, গোয়েন্দা সূত্র থেকে এই তথ্য পাবার পর তিনি প্রতিবেশী দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান।

ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী বলেছেন, সেনাবাহিনীতে কোন শৃঙ্খলা নেই।

মূল বিষয় হলো, সেনাবাহিনী বিশৃঙ্খল আচরণ করছে, রাস্তায় দৌড়চ্ছে, মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এবং খোলাখুলি ভাবেই বলছে, তারা আমার গর্দান চায়।

প্রধানমন্ত্রী বলছেন, এই অস্থিতিশীলতা তৈরি করেছেন, প্রাক্তন সামরিক বাহিনী প্রধান, যাকে সম্প্রতি তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরো বলেছেন, তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, এই প্রাক্তন প্রধানের পেছনে, তার পুরোনো সহকর্মীদের সমর্থন আছে।

প্রধানমন্ত্রী বলেছেন, তিনি যখন নিশ্চিত হবেন, তাঁর আর খুন হবার ভয় নেই, তখন তিনি দেশে ফিরে যাবেন।

লেসোথোর সামরিক কর্মকর্তারা এই অভ্যুত্থানের পরিকল্পনার কথা অস্বীকার করেছেন। তাঁরা বলছেন, সেনাসদস্যরা তাদের ব্যারাকে ফিরে গেছে এবং দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক।

XS
SM
MD
LG