অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার সরকার পন্থী বাহিনী ও বিদ্রোহীরা প্রচন্ড লড়াইয়ে লিপ্ত


লিবিয়ায় লড়াই
লিবিয়ায় লড়াই

লিবিয়ার সরকার বিরোধী বাহিনী দেশের পুর্বাঞ্চলে অগ্রগতি সাধন করছে বলে মনে হচ্ছে। সেখানে কয়েকদিন ধরে বিদ্রোহী এবং লিবিয়ার নেতা মুয়াম্মর গাদ্দাফির অনুগত বাহিনীর মধ্যে সংঘর্ষ প্রচন্ড আকার ধারণ করে।

বিরোধী বাহিনী পুর্বাঞ্চলের তেল বন্দর রাস লানুফে এখন পিছিয়ে যাচ্ছে। তারা গত সপ্তাহে ওই শহরের নিয়ন্ত্রন নিয়েছিলো। প্রত্যখ্যদর্শিরা বলেছে বিদ্রোহীরা বৃহষ্পতিবার যান বাহনে করে শহর ছেড়ে চলে যায়। বৃহষ্পতিবার ওই শহরে গাদ্দাফির অনুগত বাহিনী নতুন করে আক্রমন চালায়।

ইতিমধ্যে গাদ্দাফির অনুগত বাহিনী জাওয়িয়ায় বিজয় ঘোষণা করেছে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রধান বলেছেন লিবিয়ায় এখন গৃহযুদ্ধ চলছে। চিকিত্সকরা বলছেন দেশের পুর্বাঞ্চলে আহত অসামরিক লোকজনের সংখ্যা নাটকীয় ভাবে বেড়ে গেছে।

রেড ক্রস কমিটির প্রধান জেকাব কেলেনবার্গার বৃহষ্পতিবার বলেছেন এ্রাণ সংস্থাটি রাজধানী এ্রিপোলি সহ দেশের পশ্চিমাঞ্চল থেকে বিচ্ছিন্ন।

XS
SM
MD
LG