অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার দুই সংসদের প্রধানরা শান্তি চুক্তি প্রত্যখ্যান করেছেন


Tripoli, Libya
Tripoli, Libya

লিবিয়ার প্রতিদ্বন্দ্বি সরকারগুলোর সদস্যরা আজ বুধবার শান্তি চুক্তি সাক্ষর করবেন বলে আশা করা হয়েছিলো। কিন্তু কর্মকর্তারা বলেন চুক্তি সাক্ষর অনুষ্ঠান বৃহস্পতিবার পিছিয়ে দেওযা হয়েছে। ওদিকে দুই সংসদের প্রধানরা চুক্তির ব্যাপারে নেতিবাচক মতামত প্রকাশ করেন।

সংসদের দুই নেতা আগিলা সালেহ এবং নুরি আবু শামেইন, মঙ্গলবার সাক্ষাৎ করেছেন। ত্রিপোলি

ও তোবরুকে দুটি প্রতিদ্বন্দ্বি সরকার গঠন করার পর এই দুই নেতা এই প্রথম সাক্ষাৎ করলেন। দুই নেতাই বলেন যে বাইরের চাপ ছাড়া লিবিয়ার একটা সমাধান হওয়া প্রয়োজন।

অস্থিতিশীলতা অবসানের লক্ষ্যে জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিদ্বন্দ্বি সরকারগুলোর মধ্যে বেশ কয়েকবার আলোচনার পর এই চুক্তি হচ্ছে। ২০১১ সালে, দীর্ঘ দিনের নেতা মোয়াম্মর গাদ্দাফির পতনের পর থেকে সেখানকার পরিস্থিতি অস্থিতিশীল।

XS
SM
MD
LG