অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার অন্তবর্তী সরকারের যোদ্ধারা বানি ওয়ালিদে চাপ অব্যাহত রেখেছে


লিবিয়ার অন্তবর্তী সরকারের যোদ্ধারা বানি ওয়ালিদে চাপ অব্যাহত রেখেছে
লিবিয়ার অন্তবর্তী সরকারের যোদ্ধারা বানি ওয়ালিদে চাপ অব্যাহত রেখেছে

লিবিয়ার অন্তবর্তী সরকারের যোদ্ধারা বলেছে যে তারা রাজধানী ত্রিপোলি থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণাঞ্চলে সাবেক নেতা মোয়াম্মার গাদ্দাফির একটি অবশিষ্ট শক্ত ঘাটি বানি ওয়ালিদ শহরের দিকে এগিয়ে গেছে। গতকাল তারা ঐ মরুভূমি শহরের ওপর আঘাত হানে।

অন্তবর্তী কর্তৃপক্ষের যোদ্ধারা সিরতে শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টাও চালিয়ে যাচেছ । সেখানে শহরের একটি ছোট্ট এলাকায় গাদ্দাফিপন্থি যোদ্ধারা জড়ো হয়েছে। ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের সদস্যরা বলেছেন যে সিরতে দখল করা হলে তারা দেশটিকে সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা করতে পারবেন।

এদিকে সিরিয়াভিত্তিক গাদ্দাফিপন্থি টেলিভিশন স্টেশন বলছে যে এই সাবেক নেতার ছেলে খামিস অগাস্ট মাসে ত্রিপোলির দক্ষিণে লড়াই করার সময়ে নিহত হন।

আল রায় টেলিভিশন সোমবার বলেছে যে খামিস গাদ্দাফি তারহুনা শহরে নিহত হন। এনটিসি কর্মকর্তারা এর আগেই তার মৃত্যুর খবর দিয়েছিল কিন্তু তখন গাদ্দাফির অনুগতরা সেই তথ্য সমর্থন করেনি।

XS
SM
MD
LG