অ্যাকসেসিবিলিটি লিংক

গাদ্দাফির অনুগত সৈন্যরা গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আক্রমণ চালিয়েছে


গাদ্দাফির অনুগত সৈন্যরা গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আক্রমণ চালিয়েছে
গাদ্দাফির অনুগত সৈন্যরা গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আক্রমণ চালিয়েছে

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশানাল কাউন্সিল বা এনটিসি’র যোদ্ধারা বলছে যে সাবেক লিবিয়ান নেতা মোয়াম্মার গাদ্দাফির প্রতি অনুগত সৈন্যরা উপকুলীয় শহর রাস লানুফের অদূরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের বাইরে আক্রমণ চালিয়ে অন্তত ১৫ জন প্রহরীকে হত্যা করেছে এবং অন্তত দুজন এতে আহত হয়। অন্তবর্তী কর্তৃপক্ষের যোদ্ধারা বলছে যে সোমবার সশস্ত্র গাদ্দাফিপন্থিরা অনেকগুলো যানবাহন নিয়ে ঐ শোধনাগারের কাছে চলে আসে এবং ঐ এনটিসি নিয়ন্ত্রিত স্থাপনার বা্‌ইরে মোতায়েন প্রহরীদের ওপর আক্রমণ চালায়।

সোমবার মি গাদ্দাফি লিবিয়ার জনগণের প্রতি তার পক্ষে চাপ অব্যাহত রাখার এবং তার কথায় দেশটিকে বিদেশি প্রভাবের কাছে আত্মসমর্পণ না করার আহ্বান জানান। সিরিয়ার আল রাই টেলিভিশনে তার পক্ষে তার বার্তাটি পড়ে শোনান ঐ টিভি কেন্দ্রের মালিক মিশান আল জাবৌরি।

বানি ওয়ালিদ থেকে ফেরত আসা এনটিসি’র যোদ্ধারা গাদ্দাফি অনুগামিদের তরফ থেকে মারাত্মক প্রতিরোধের সম্মুখীন হয়েছে । তারা মর্টার, রকেট নিয়ে হামলা চালিয়েছে।

XS
SM
MD
LG