অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বলছেন সিরত দখলে আসার পর তিনি পদ থেকে সরে দাড়াবেন


লিবিয়ার অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বলছেন সিরত দখলে আসার পর তিনি পদ থেকে সরে দাড়াবেন
লিবিয়ার অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বলছেন সিরত দখলে আসার পর তিনি পদ থেকে সরে দাড়াবেন

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশানাল কা্‌উন্সিল মন্ত্রী সভায় রদবদল করার পর অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বলছেন যে মোয়াম্মার গাদ্দাফির নিজস্ব শহর তাদের দখলে আসার পর তিনি তার পদ থেকে সরে দাড়াবেন। এনটিসি -র প্রধান মুস্তফা আব্দুল জলিল বেনগাজিতে সংবাদদাতাদের বলেন যে পরিষদ মন্ত্রী সভায় কিছু পরিবর্তন করেছে এবং তা শিগগিরই প্রকাশ করা হবে। এ দিকে অন্তবর্তী প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রিল বলেছেন যে মি গাদ্দাফির নিজস্ব শহর সিরত দখল না হওয়া পর্যন্ত তিনি নিজ পদে বহাল থাকবেন। এনটিসি’র সংবিধানে বলা হয়েছে যে এই অস্থায়ী সরকারের সদস্যরা লিবিয়ার নির্বাচিত সরকারের সদস্য হতে পারবেন না । সুতরাং মি জিব্রিলের এই বিবৃতি সংবিধান মেনে চলার ব্যাপারে তার আনুষ্ঠানিক ঘোষণা ছিল। জিব্রিল রাজস্ব অর্জনের সুবিধার্থে দেশের তেল সম্পদকে উন্মোচিত করার কথা বলেন। তিনি বলছেন যে বিদ্রোহের আগের পর্যায়ে তেল উৎপাদন পৌছুতে এক বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। তবে এই উৎপাদন যেমনটি মনে করা হচ্ছিল তার চেয়ে বেশি হচ্ছে।

XS
SM
MD
LG