অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় বিক্ষোভ অব্যাহত, ১৭৩ জন নিহত


লিবিয়ায় বিক্ষোভ
লিবিয়ায় বিক্ষোভ

যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার গ্রুপ বলেছে সে দেশের পুর্বাঞ্চলে সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে, ৫ দিন ধরে চলা বিক্ষোভে, লিবিয়ার সরকারের দমন অভিযানে অন্তত ১৭৩ জন নিহত হয়।

Human Rights Watch রবিবার এই আনুমানিক হিসেব প্রকাশ করে। এর একদিন আগে লিবিয়ার নিরাপত্তা বাহিনী দেশের দ্বিতীয় সর্ববৃহত্ শহর বেনগাজীতে প্রতিবাদ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। সেখানে অন্যান্য সক্রিয় কর্মীদের অন্তেষ্টিক্রিয়ায় লোকজন সমবেত হয়েছিলো।

আরব বার্তা মাধ্যমে বলা হয় অন্তত ১৫ জন প্রতিবাদকারী শনিবার গুলি চালনার সময় নিহত হয়। বহু বাসিন্দা ওই ঘটনাকে হত্যাকান্ড বলে আখ্যায়িত করেন। প্রত্যক্ষ্যদর্শীরা বলেন শোকার্তরা একটি সামরিক ভবনে চড়াও হলে চোরাগুপ্তা বন্দুকধারীরা গুলিচালনা শুরু করে।

XS
SM
MD
LG