অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় ব্যাপক সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ


লিবিয়ায় সংঘর্ষে লোকজন হতাহত
লিবিয়ায় সংঘর্ষে লোকজন হতাহত

লিবিয়ায় দীর্ঘ দিনের নেতা মোয়াম্মর গাদ্দাফীকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে প্রতিবাদকারীরা শুক্রবার নতুন করে বিক্ষোভ প্রদর্শন করে। রাজধানী ট্রিপোলিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি বাহিনী গুলি বর্ষন করেছে বলে খবর পাওয়া গেছে।

প্রতিবাদকারীরা বেনগাজী সহ বিভিন্ন শহরে সমাবেশ করে। বেনগাজীতে গাদ্দাফী বিরোধী শক্তি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে। সংবাদ সংস্থাগুলো সেখানকার বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে বলছে মি গাদ্দাফীর অনুগত বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে গুলিবর্ষন করে। প্রতিবাদকারীরা শুক্রবার জুম্মার নামাজের পর ট্রিপোলিতে মিছিল শুরু করে।

লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারে দেখা যায় মি গাদ্দাফী সন্ধ্যার প্রাক্কালে ট্রিপোলিতে তার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন।

দেশের যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। তিনি দেশকে রক্ষা করার জন্য তাদের প্রতি আহ্বান জানান।

XS
SM
MD
LG