অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার জাউইয়ায় মোয়াম্মার গাদ্দাফির অনুগত সৈন্যরা আক্রমণ চালিয়েছে


লিবিয়ার জাউইয়ায় মোয়াম্মার গাদ্দাফির অনুগত সৈন্যরা আক্রমণ চালিয়েছে
লিবিয়ার জাউইয়ায় মোয়াম্মার গাদ্দাফির অনুগত সৈন্যরা আক্রমণ চালিয়েছে

লিবিয়ার জাউইয়া শহরে প্রত্যক্ষদর্শিরা বলছেন মোয়াম্মার গাদ্দাফির প্রতি অনুগত সৈন্যরা ত্রিপোলির নিকটবর্তী ঐ শহরের কেন্দ্রস্থলে পৌছানোর জন্যে নতুন করে আক্রমণ চালিয়েছে।

প্রত্যক্ষদর্শিকে উদ্ধৃত করে পশ্চিমি বার্তা সংস্থাগুলি বলছে যে ট্যাঙ্ক নিয়ে নিরাপত্তা বাহিনী শহরে চাপ সৃষ্টি করলে তুমুল গোলাগুলি হয়। এর আগের প্রতিবেদনে বলা হয় যে গাদ্দাফি পন্থী সৈন্যরা চারিদিকে ঘিরে রেখেছে এবং তল্লাশি চৌকি ও স্থাপন করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ঐ সংঘর্ষে অন্তত সাতজন আজ মারা গেছে।

বেনগাজির আদালত ভবনের মিডিয়া সংগঠক মুস্তফা ঘেরাইনী বলেন যে গাদ্দাফি পন্থI সৈন্যরা পুর্বাঞ্চলের তেল-বন্দর রাস লানুফ এ শুক্রবার গিয়ে পৌছায় এবং সরকার এখন ত্রিপোলি নিয়ন্ত্রণ করছে। কিন্তু বিদ্রোহীরা বলছে যে রাস লানুফ শহরটি তারা এখন ও নিয়ন্ত্রণ করছে।

বেনগাজিতে গতকালের বিস্ফোরণে নিহতদের জানাজার সময়ে সমবেত লোকজন গাদ্দাফি বিরোধী শ্লোগান দেয়।

এ দিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটি, লিবিয়া সঙ্কটে বাস্তচ্যূত লোকদের সাহায্য করার জন্যে প্রায় দু কোটি ষাট লক্ষ ডলারের আবেদন জানিয়েছেন। ইন্টারপোল, মি গাদ্দাফি এবং আরো ১৫ জন লিবিয়ান নাগরিকের ব্যাপারে বিশ্বব্যাপী সতর্ক থাকার কথা বলেছে।

XS
SM
MD
LG