অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার বিদ্রোহী বাহিনী গাদ্দাফির সন্ধানে তার শহর সিরতের কাছাকাছি পৌছেছে


লিবিয়ার বিদ্রোহী বাহিনী গাদ্দাফির সন্ধানে তার শহর সিরতের কাছাকাছি পৌছেছে
লিবিয়ার বিদ্রোহী বাহিনী গাদ্দাফির সন্ধানে তার শহর সিরতের কাছাকাছি পৌছেছে

লিবিয়ার বিদ্রোহী বাহিনী দেশের রাজধানীর নিয়ন্ত্রণ গ্রহণ করার পর এখন মোয়াম্মার গাদ্দাফির সন্ধানে তার নিজস্ব শহর সিরতে-র কাছাকাছি গিয়ে পৌছেছে। মিসরাতায় বিদ্রোহীদের কমান্ডার বলছেন যে বিদ্রোহীরা পশ্চিম দিক থেকে সিরতের দিকে এগিয়ে যায় এবং আজ সোমবার তারা ঐ উপকুলীয় শহরের ৩০ কিলোমিটারের মধ্যে পৌছে যায়। বিদ্রোহীদের একজন মুখপাত্র জায়াদ আহমেদ বলেন যে আত্মসমর্পণ করানোর ব্যাপারে উপজাতীয় নেতাদের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে সরকারবিরোধী বাহিনী বল প্রয়োগ করেই সিরতে দখল করে নেবে। এ দিকে ট্রানজিশানাল ন্যাশনাল কাউন্সিল সংক্ষেপে টি এন সি ‘র তথ্য মন্ত্রী মাহমুদ শামাম বলেন যে গাদ্দাফি কিংবা তার লোকজনের সঙ্গে কোন আলোচনা হবে না। বিরোধী ট্রানজিশানাল ন্যাশনাল কাউন্সিলের প্রধান মুস্তফা জলিল আজ সোমবার বলেন যে মি গাদ্দাফি এখনও লিবিয়া এবং বাদবাকী বিশ্বের জন্যে হুমকি হয়ে রয়েছেন। তিনি নেটোর অব্যাহত সমর্থন সহযোগিতার আহ্বান জানান। এ দিকে ফ্রান্স বলছে যে ত্রিপোলিতে তার দূতাবাস ছ মাস বন্ধ রাখার পর সেটি আবার খোলার জন্যে তারা একটি প্রতিনিধিদলকে ত্রিপোলিতে পাঠিয়েছে।

XS
SM
MD
LG