অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় সরকার পন্থি সৈন্যরা বিদ্রোহীদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে।


লিবিয়ায় সরকার পন্থি সৈন্যরা বিদ্রোহীদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে।
লিবিয়ায় সরকার পন্থি সৈন্যরা বিদ্রোহীদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে।

মোয়াম্মার গাদ্দাফির প্রতি অনুগত সৈন্যরা আজ ও পশ্চিমের মিসরাটা শহরকে অবরোধ করে রাখার জন্যে , ট্যাঙ্ক ও নিপুণ লক্ষভেদি বন্দুকধারীদের ব্যবহার করেছে।

লিবিয়ার পুর্বাঞ্চল থেকেও লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে যেখানে বিদ্রোহী ও সরকার পন্থি সৈন্যদের মধ্যে এক ধরণের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। লিবিয়া বিদ্রোহীরা কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ ব্রেগা শহরে নতুন করে প্রবেশ করছে।

এ দিকে লিবীয় সরকারের একজন দূত এই লড়াই বন্ধ করার লক্ষে আলোচনা জন্যে ইউরোপে যাচ্ছেন। লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আতি ওবেইদি , বিরোধী পক্ষের সঙ্গে অস্ত্রবিরতির মধ্যস্থতার জন্যে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। গতকাল মোয়াম্মার গাদ্দাফির প্রতিনিধিত্বকারী একজন দূত এথেন্স এ গ্রীক প্রধানমন্ত্রী জর্জ পাপেন্দ্রোর সঙ্গে আলোচনা করেছেন। এ দিকে আজ ইটালি বিদ্রোহীদেরকেই লিবিয়ার এক মাত্র বৈধ প্রতিনিধি বলে স্বীকৃতি দিয়েছে।

XS
SM
MD
LG