অ্যাকসেসিবিলিটি লিংক

নোবেল কমিটি চীনা মতবিরোধীকে শান্তি পুরষ্কার দিয়েছে


নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান থোরবিয়র্ন ইয়াগল্যান্ড
নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান থোরবিয়র্ন ইয়াগল্যান্ড

নোবেল কমিটি, চীনের প্রতিবাদ উপেক্ষা করে, শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে এক অনুষ্ঠানের আয়োজন করে, আটক চীনা মতবিরোধী লিউ শিয়াওবোর প্রতি সম্মান প্রদর্শনের জন্য।লিউ শিয়াওবো এ বছরের নোবেল শান্তি পুরষ্কার পান।

বিশ্বের বিভিন্ন দেশের সম্মানীয় ব্যাক্তিবর্গ যখন উঠে দাড়িয়ে করতালি দিচ্ছিলেন তখন নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান থোরবিয়র্ন ইয়াগল্যান্ড, যেই চেয়ারে লিউ শিয়াওবোর বসার কথা, সেই শুন্য চেয়ারে নোবেল ডিপলোমাটি রাখেন।

অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে ইয়াগল্যান্ড উল্লেখ করেন যে লিউ কারাবন্দী আছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেন যে তিনি পুরষ্কার নেওয়ার জন্য সেখানে ছিলেন না।

লিউ ১১ বছরের কারাদন্ড ভোগ করছেন চীনে, নাশকতামূলক তত্পরতার অভিযোগে।

XS
SM
MD
LG