অ্যাকসেসিবিলিটি লিংক

লাইজা উড - আমেরিকার কলেজ ছাত্রী ঢাকায় গ্রামীণের কর্মসুচী দেখতে গিয়েছিল


লাইজা উড - আমেরিকার কলেজ ছাত্রী ঢাকায় গ্রামীণের কর্মসুচী দেখতে গিয়েছিল
লাইজা উড - আমেরিকার কলেজ ছাত্রী ঢাকায় গ্রামীণের কর্মসুচী দেখতে গিয়েছিল

গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ডঃ মোহাম্মদ ইউনুস
গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ডঃ মোহাম্মদ ইউনুস

লাইজা উড অর্থনীতির ছাত্রী – বিকাশমুখী দেশের একটি প্রকল্পে ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সাফল্য সরে জমিনে দেখে এসেছে।

লাইজা তার সেই অভিজ্ঞতা সম্পর্কে জানালো ‘টেনেসীর সেওয়ানী বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক, ইয়াসমিন মহিউদ্দিন নোবেল জয়ী ডঃ মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তাই তাঁর সঙ্গে ভালভাবে পরিচিত। প্রফেসার ইয়াসমিনের উদ্যোগে, তারই সঙ্গে একসাথে আমরা কয়েকজন ছাত্রছাত্রী বাংলাদেশে গিয়ে ঢাকা ও তার আশেপাশে গ্রামীণ প্রকল্প দেখেছি’।

লাইজা উড - আমেরিকার কলেজ ছাত্রী ঢাকায় গ্রামীণের কর্মসুচী দেখতে গিয়েছিল
লাইজা উড - আমেরিকার কলেজ ছাত্রী ঢাকায় গ্রামীণের কর্মসুচী দেখতে গিয়েছিল

২০ বছর বয়সী লাইজার এটাই প্রথম বিদেশের অভিজ্ঞতা নয়। এর আগে সে মালাউইর একটি স্কুলে কাজ করেছে, গুয়াতেমালায় এক অনাথ আশ্রমে কাটিয়েছে। গ্রীষ্মের ছুটির সময়টা সে খুব ভালভাবে কাজে লাগায়। এইসব কাজের মধ্যেই সে স্প্যানিশ ভাষাও শিখেছে।

বাংলাদেশে গ্রামীণ প্রকল্পে কিছু কাজ করা ও শেখার অভিজ্ঞতাটা অন্য দেশে তার কাজের থেকে ভিন্ন ছিল। বাংলাদেশে তার কাজ সম্পর্কে লাইজা জানালো ‘বাংলাদেশে আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেছি। গরীব লোকজনকে ঋণ দেওয়ার কর্মসূচী। তাদের ছোটখাটো ব্যবসায় সাহায্য করা। এই ঋণদান ব্যবস্থা সত্যিই খুব ভাল’।

লাইজা জানায়, গ্রামীণের বাইরে বাংলাদেশের মানুষের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। লাইজা ডঃ ইউনুসের উদ্ধৃতি দিয়ে জানায়, জীবনে টাকাপয়সাই সব কিছু নয়, তবে সামান্য অর্থ নিয়ে মানুষ জীবনে অনেক কিছুই করতে পারে।

XS
SM
MD
LG